নিজেরই প্রযোজনা এবং অভিনয়ের মাধ্যমে এমন সাফল্য খুব কম পাওয়া যায়। সেটা করে দেখালেন অভিনেতা জিৎ।
এতদিন পর প্রথম শোয়েই বক্স অফিস হিট হলো রাবণ। দর্শকরা প্রশংসা করছেন সিনেমা। রাম না রাবণ কে জিতল সেটা বড় কথা নয়, জিতে গিয়েছেন জিৎ।
গতকাল মুক্তি পেয়েছে রাবণ। ঠিক কেমন প্রতিক্রিয়া পেলেন অভিনেতা? এক সংবাদমাধ্যমের প্রশ্নে জানালেন খুব ভালো আছেন তিনি।
রাবণ চলাকালীন দর্শকদের প্রতিক্রিয়া তাঁকে মুগ্ধ করেছে। হাততালি আর সিটির বন্যা বয়ে গেছে প্রেক্ষাগৃহগুলোতে। বুঝতে পারলেন নতুন কিছু করেছেন যা মানুষের ভালো লেগেছে। মুক্তির প্রথম দিন থেকেই ম্যারাথন দৌড়ে হাজির হয়েছে রাবণ। আগের ছবিগুলো তেমন হিট হয়নি।
তাই লকডাউনের মধ্যে ভাবছিলেন নতুন কি করা যায় যাতে ভালো লাগে মানুষের। এরপরই মাথায় এলো রাবণের মত এই দমদার চরিত্রের কথা।
জিৎ ব্যক্তিগতভাবে অ্যাকশন সিনেমা বেশি ভালোবাসেন। তাই নিজেকে বারবার রঙিনভাবে আবিষ্কার করতে চান তিনি। প্রযোজক জিৎ আবার অভিনেতা জিৎ এর সঙ্গে রাম রাবণ যুদ্ধ করবেন না তো? একটু ভেবে বললেন আগে অসুবিধা হতো এখন তিনি মানিয়ে নিয়েছেন। মানুষ অভিনেতা জিতকে বেশি চেনে।