“দেব-জিৎকে নিয়ে আবার সিনেমা করব, সুযোগ পেলেই”—পরিচালক রাজের বিস্ফোরক স্বীকারোক্তি!

টলিউড মানেই গ্ল্যামার, প্রতিযোগিতা আর সম্পর্কের রসায়নের মেলবন্ধন। কখনও পর্দার জুটি নিয়ে উত্তেজনা, তো কখনও বাস্তব জীবনের সম্পর্ক নিয়েই গুঞ্জন। বিশেষ করে দেব, শুভশ্রী সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। যদিও সময় গড়িয়েছে, ব্যক্তিগত সম্পর্ক বদলেছে, পেশাগত অবস্থানও পরিবর্তন হয়েছে। তবে পুরনো প্রশ্ন আবারও ফিরে আসে নতুন করে—রাজ-দেবের সম্পর্ক কেমন এখন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পুরনো কিন্তু চর্চিত প্রসঙ্গ সামনে আসতেই রাজ চক্রবর্তী স্পষ্ট জানান, “দেব কিন্তু আমার শত্রু নয়, আর কখনও আমি ওকে শত্রু ভাবতেও পারব না। ওর আমাকে প্রয়োজন না হলেও আমার ওকে প্রয়োজন। আমি একজন ডিরেক্টর, আর ও একজন ভালো অভিনেতা।” রাজের এই বক্তব্যে যেন পরিষ্কার, দেবকে নিয়ে তার মনে কোনও তিক্ততা নেই। বরং শিল্পীর দৃষ্টিভঙ্গিতে দেব এখনও তার পছন্দের তালিকায়।

এখানেই শেষ নয়। একই কথোপকথনে উঠে আসে রাজ চক্রবর্তীর আগের প্রজেক্ট ‘দুই পৃথিবী’-র কথা। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন টলিউডের দুই মহাতারকা—দেব এবং জিৎ। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ বলেন, “আমি এর আগে দেব-জিতকে নিয়ে সিনেমা করেছি। ভবিষ্যতেও যদি সুযোগ আসে, আমি অবশ্যই তাদের নিয়ে আবার সিনেমা করব।” টলিউডে যখন দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখা যায় না বললেই চলে, তখন রাজের এই মন্তব্য নিঃসন্দেহে আশার আলো দেখায় দর্শকদের।

এই আলোচনার মধ্যেই শুভশ্রী এবং দেবকে আবার একসঙ্গে সিনেমায় দেখার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলা হয় রাজ চক্রবর্তীকে। যদিও এ বিষয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি, তবে তার অভিব্যক্তিতে বোঝা গিয়েছে, তিনি বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখেন। দেব-শুভশ্রী একসময় ছিলেন পর্দার সবচেয়ে জনপ্রিয় জুটি। যদিও বাস্তবে সেই সম্পর্ক অতীত, তবুও দর্শকের আগ্রহ এখনও ফিকে হয়নি।

আরও পড়ুনঃ চিকিৎসককে হেনস্থার অভিযোগ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, কাঞ্চন-শ্রীময়ীর বিরুদ্ধে তদন্তে নামল পুলিশ! হাসপাতালের ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা করেছে আরডিএ!

রাজ চক্রবর্তীর কথায় স্পষ্ট—ব্যক্তিগত সম্পর্ক যতই জটিল হোক না কেন, পেশাগত ক্ষেত্রে তিনি কোনও রকম অহং রাখেন না। শিল্প ও দর্শকের চাহিদাই তার কাছে প্রধান। দেবের প্রতি তার সম্মান এবং কাজের প্রতি দায়বদ্ধতাই এই সাক্ষাৎকারের মাধ্যমে উঠে এল আবারও। এখন শুধু অপেক্ষা, রাজ-দেব-জিৎ কি আবার একসঙ্গে নতুন কোনও প্রজেক্টে দর্শককে চমক দিতে চলেছেন? সময়ই দেবে তার উত্তর।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।