দারুণ সুখবর! ঠিক যেন লাভ স্টোরির নস্টালজিয়া উস্কে ফিরছেন নায়িকা

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় এখন একের পর এক ধারাবাহিকের সমাহার। এই আজ একটি ধারাবাহিক আসছে তো কাল আর‌ও একটি। কখন‌ও সেই সমস্ত ধারাবাহিক নিয়ে ফিরেছেন নতুন অভিনেতা, অভিনেত্রীরা কখন‌ও আবার প্রাক্তনরা। নতুনদের পাশাপাশি প্রাক্তনদের‌ও সাদরে অভ্যর্থনা জানান বাঙালি দর্শকরা।

বাংলা টেলিভিশনের পর্দায় এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের আজও পর্দায় দেখার জন্য মন কেমন করে দর্শকদের।‌ আসলে তাদের করা ধারাবাহিকগুলি দর্শকদের মনে এতটাই দাগ কেটে গেছে যে তারা বারবার সেই তারকাদের ফেরত পেতে চান। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এইরকমই একটি ধারাবাহিক ছিল ঠিক যেন লাভ স্টোরি।

নীল ভট্টাচার্য ও সৈরিতি বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বাঙালি দর্শকদের কাছে। এরপর থেকে দর্শকরা দীর্ঘদিন সৈরিতিকে পর্দায় চেয়েছেন। তাকে আবারও মুখ্য চরিত্রে দেখতে চেয়েছেন। যদিও গুটিকয়েক ধারাবাহিক ছাড়া এই অভিনেত্রীকে আর সেই ভাবে পায়নি বাঙালি।

তবে এবার ফের এক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপাতে ফিরেছেন তিনি। নায়ক‌ও কিন্তু জলসার জনপ্রিয় অভিনেতা। কে তিনি? কথা বলছি, অভিনেতা রাজদীপ গুপ্তর। ওগো বধূ সুন্দরী, ঝাঁঝ লবঙ্গ ফুল, পঞ্চমী একাধিক ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে বাঙালির।

আরও পড়ুন: মহাপর্ব শুভবিবাহে! প্রাক্তন স্বামীর সঙ্গে হাতাহাতি নায়িকার, সুধাময়ীর রু’দ্ররূপ মিস করবেন না

আর এবার শোনা গেছে জুটিতে ফিরেছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। হ্যাঁ এবার একসঙ্গে দেখা যাবে রাজদীপ-সৈরিতিকে। না, ধারাবাহিকে নয়, ওয়েব সিরিজের পর্দায় দেখা যাবে এই দুই তারকাকে। উল্লেখ্য, হ‌ইচ‌ই-এর ওয়েব সিরিজ ‘কালরাত্রি’তে দেখা যাবে তাদের। এই ওয়েব সারিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু এবং অভিনেতা সৌরভ দাস। আর উক্ত সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজদীপ। আর তার বিপরীতে দেখা যাবে সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।

You cannot copy content of this page