পাগলু থেকে হেমলক সোসাইটি, বড় পর্দা থেকে টিভির পর্দা সবই মাত করে রাখতে পেরেছেন, টলিউডে এরকম তারকার সংখ্যা বর্তমানে খুবই কম। তবে এই সব জায়গাতেই খুব সাবলীলভাবে মাত করে রেখেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু তাঁর এমন বহু তথ্যই রয়েছে অনেকেই জানিনা।
কমার্শিয়াল থেকে আর্ট ফিল্ম, সবধরনের কাজেই তিনি সুপার হিট। জিৎ, দেব, আবির, পরমব্রত, যীশু প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। বাবা রঞ্জিত মল্লিক নয়, নিজের নামেই তিনি সকলের কাছে খুব পরিচিত ও প্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু জানেন কি? বাবা রঞ্জিত মল্লিক চাননি তাঁর মেয়ে অভিনয় জগতে আসুক।
শুধু তাই নয়, বলিউডের প্রস্তাবকেও ফিরিয়ে দিয়েছেন তিনি। ২০০৬ সালে গ্যাংস্টার ছবির একটি চরিত্র নিয়ে পরিচালক অনুরাগ বসু প্রথমে গিয়েছিলেন কোয়েলের কাছে। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি থাকায় রাজি হননি তিনি। পরবর্তী সময়ে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুটি ওড়িয়া ছবি, প্রেমী নম্বর ১ এবং মহানায়ক নামে সিনেমায় অভিনয় করেছেন কোয়েল।
যদিও কোয়েল মল্লিকের আসল নাম কোয়েল নয়। তাঁর নাম, রুক্মিণী মল্লিক। পড়াশোনা মডার্ন হাইস্কুল ফর গার্লস থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক করেন তিনি। বর্তমানে তিনি মা। দীর্ঘ ৭ বছর ধরে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে প্রেম করে ২০১৩ সালে বিয়ে করেন তাঁরা। এই প্রেমের খবরও কিন্তু তখন খুব গোপনেই রেখেছিলেন কোয়েল।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!