গরমে রিধিমার শরীরে নেই পোশাক, শরীর ঢাকতে ভরসা একটুখানি চাদর! বউয়ের ‘খোলামেলা’ রূপ দেখে যা লিখলেন গৌরব…

এমনিতেই গরম পড়েছে। তাতে আবার উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী রিধিমা ঘোষ। টলিউডের এই মিষ্টি মেয়েটি এবার সে’ক্সি লুকে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

অনুরাগীরা যেমন অবাক তেমনই চোখ ফেরাতে পারছেন না স্বামী অর্থাৎ অভিনেতা গৌরব চক্রবর্তী। তাইতো বাধ্য হয়ে কমেন্ট করলেন তিনি।

বিছানায় উপুড় হয়ে শুয়ে রয়েছেন রিধিমা। গায়ে নেই একটু পোশাক। একটা সাদা চাদর দিয়ে গোটা শরীর ঢেকে রেখেছেন। ক্যামেরার দিকে তাকিয়ে নেই বরং নিচের দিকে তাকিয়ে ছবি তুলেছেন। সঙ্গে রয়েছে মানানসই ন্যুড মেকআপ। ছবিটি তুলে দিয়েছেন তথাগত ঘোষ। নায়িকাকে এর আগে এমন বোল্ড রূপে দেখা যায়নি। তাই তা দেখে একেবারে চমক লাগলো নেটিজেনদের।

এদিকে বউয়ের ছবিতে কমেন্ট করেছেন গৌরব। ভালোবাসায় ভরিয়ে দিলেন নিজের স্ত্রীকে। হার্ট ইমোজি পাঠালেন কমেন্টে। সুন্দরী অনবদ্য অসাধারণ প্রমুখ বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে নায়িকার এই ছবিতে।

রিধিমা সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজেও অভিনয় করছেন। ২০০৭ সালে রাতপরীর রূপকথা সিনেমার মাধ্যমে ডেবিউ হয়েছিল নায়িকার। তারপর বর্তমানে হইচই ওয়েব সিরিজ ব্যোমকেশে দেখা গিয়েছে রিধিমাকে।

You cannot copy content of this page