‘ইউ লুক গুড ইন শাড়ি’ মন্তব্যের পেটেন্ট নিতে চলেছেন এবার ঋজু বিশ্বাস! ‘নায়ক’ ঋজুকে নিয়ে ছবি বানাচ্ছেন ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়ারা! শোনা যাবে বিতর্কিত ডায়লগ

বিতর্কের আগুন যেন আরও উসকে দিচ্ছে ঋজু বিশ্বাসকে। কিছুদিন আগেই ‘তুমি শাড়িতে সুন্দরী’ বার্তা একাধিক মেয়েকে পাঠিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া কটাক্ষে ছেয়ে যায়। রাতের ঘুম হারাম হলেও এখন পরিস্থিতি পালটে যাচ্ছে। কারণ, ঠিক এই সময়েই এক ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়ারা তাঁদের নতুন ছবির নায়ক হিসেবে বেছে নিয়েছেন ঋজুকেই! সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ নিয়ে যখন জোর বিতর্ক, তখনই ইনস্টিটিউটের আর এক তরুণ দলের হাতে সুযোগ পাচ্ছেন ঋজু।

নতুন ছবির পরিচালক শৌভিক ভট্টাচার্য, যিনি অনীক দত্তের সহকারী হিসেবে ‘অপরাজিত’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁর পরবর্তী কাজ চলচ্চিত্র উৎসবমুখী ছবি—‘উপসংহার’। আর সেখানে ঋজুর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ পায়েল রায়। চমক এখানেই শেষ নয়। পরিচালক নাকি ঋজুর সেই বিতর্কিত বার্তাকেই ছবির ট্যাগলাইন হিসেবে ব্যবহার করছেন! নিজের ‘তুমি শাড়িতে সুন্দরী’ লাইনটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আইনজীবীদের পরামর্শে ঋজু তার পেটেন্ট করানোর প্রস্তুতিও নিচ্ছেন।

ছবির শুটিং প্রায় শেষ। বাকি শুধু একদিনের কাজ। ঋজুর কথায়, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে, কিন্তু সহ-অভিনেত্রী পায়েল কোনও দ্বিধা বা অস্বস্তি প্রকাশ করেননি। বরং পুরো টিমের সঙ্গেই তাঁর আরও কাজের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি ঋজু সম্প্রতি একটি বুটিকের হয়ে ফটোশুট করেছেন এবং নিজের লেখা গল্প থেকে ওয়েব সিরিজ তৈরির পরিকল্পনাও করছেন। তবে নিয়মিত ধারাবাহিকে ফিরেই তিনি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চান।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তবে কি বিতর্কই তাঁকে ফের আলোচনায় এনেছে? প্রচারের ইচ্ছাই কি কাজ দিচ্ছে? ঋজুর স্পষ্ট জবাব—“সেটা হলে আমি কিছুজনকে বার্তা পাঠিয়ে থেমে যেতাম কেন?” উল্টে দাবি তাঁর, যাঁদের তিনি বার্তা পাঠাননি, তারাই এখন রাগ দেখাচ্ছেন এবং প্রশ্ন করছেন—“আমি কি তবে সুন্দরী নই?” অভিনেতার অভিযোগ, তিনি মাত্র কয়েক জনকে বার্তা পাঠিয়েছিলেন, আর সমাজমাধ্যমে ‘ভাইরাল’ করার জন্য অন্যরাই সেগুলোর স্ক্রিনশট ছড়িয়েছেন। জনপ্রিয়তার লোভ তাঁদেরই ছিল, তাঁর নয়—এমনই দাবি ঋজুর।

আরও পড়ুনঃ খল চরিত্র ছেড়ে এবার ভালো ছেলে হল বুবলাই! ‘চিরসখা’-য় স্বতন্ত্র–কমলিনীর সুখের সংসার মেনে নিল বড় ছেলে? নাকি এটাও নতুন কোন‌ও ষ’ড়যন্ত্র?

সব মিলিয়ে বিতর্কের মাঝেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছে এই তরুণ অভিনেতার জীবনে।