টলিউডে শোকের ছায়া। ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মা নন্দিতা সেনগুপ্ত ( Nandita sengupta ) প্রয়াত। কিন্তু দুঃখে মুহ্যমান ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে জানিয়ে রাখলেন, “রাত ৮টায় কাঞ্চনজঙ্ঘায় আসুন সবাই, ফর্মাল পোশাক বাধ্যতামূলক নয়!” শনিবার বিকেলে, কিডনি সমস্যায় দীর্ঘ লড়াইয়ের পর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নন্দিতা। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শোকের মুহূর্তে ঋতুপর্ণার সোশ্যাল মিডিয়ার এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিমের বন্যা।
সমাজমাধ্যমে সমালোচনার শিকার ঋতুপর্ণা!
১৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন নন্দিতা সেনগুপ্ত। হাসপাতালে মায়ের পাশে অধিকাংশ সময় কাটাতেন ঋতুপর্ণা। জন্মদিনেও মন খারাপের কথা জানিয়েছিলেন। কিন্তু শোকে ভেঙে পড়ার সময়েও পোস্টটা দেওয়া যেন ভুললেন না অভিনেত্রী। নেটিজেনদের বক্তব্য, “মা চলে গেলেও পোস্ট আসা থামলো না। কী প্রফেশনালিজম!” ঋতুপর্ণার স্বামী সঞ্জয় এবং মেয়ে ঋষণা বিদেশ থেকে ফিরছেন।ছেলেও ভিডিও কলে দিদাকে শেষ দেখা দেখলেন। এই খবর শোনার পরেও, কাঞ্চনজঙ্ঘার সন্ধ্যার আমন্ত্রণ যেন ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’কে নতুন মাত্রা দিয়েছে বলে মত সমালোচকদের।
ঋতুপর্ণার পারিবারিক সহকারী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছেন, শোকস্তব্ধ অভিনেত্রী কথা বলার শক্তি হারিয়েছেন। কিন্তু একাংশ বলছেন, “এই দুঃখের মধ্যেও তিনি ইভেন্ট প্ল্যান করছেন, তা হলে কবে কথা বলবেন?” কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে নন্দিতার। তবে এ বিষয়ে ঘোষণাটিও যেন সোশ্যাল মিডিয়াতেই ‘লেটেস্ট আপডেট’ আকারে এল। শোকসংবাদে পাশে দাঁড়ানোর পাশাপাশি অনেকে মজা করতেও ছাড়েননি।
“জীবনে কেউ যদি সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বজায় রাখার দৃষ্টান্ত হয়, তবে তা ঋতুপর্ণা সেনগুপ্ত!”— এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়া সরগরম। কেউ লিখছেন, “মায়ের মৃত্যুর খবর দিয়ে রাত ৮টার মিটিং কনফার্ম করাটা শুধু ঋতু-ই পারেন।” আবার অনেকে তাঁর ব্যক্তিগত শোককে সম্মান জানিয়ে ট্রোলের বিরোধিতা করেছেন। সমালোচকদের প্রতি তাঁদের পাল্টা প্রশ্ন, “মা হারানোর শোক8 কতটা গভীর তা কি পোস্ট দেখে বোঝা যায়?”
শেষকৃত্য ঘিরে শহরের চোখ এখন কাঞ্চনজঙ্ঘার দিকে। শিল্পপতিদের থেকে শুরু করে টলিউডের তারকা, কারা আসছেন, কারা আসছেন না— তা নিয়েও চলছে আলোচনা। যদিও ঋতুপর্ণা অনুরোধ করেছেন সহমর্মিতা প্রদর্শনের, তবুও শোকের মধ্যেও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে যে তুমুল আলোচনা শুরু হয়েছে, তা হয়তো দীর্ঘদিন ধরে চলতে থাকবে।
আরও পড়ুন: ‘মিঠিঝোরা’ থেকেই আলাপ! বাস্তবে চুটিয়ে প্রেম করছেন স্বপ্নীলা-মৈনাক!
প্রসঙ্গত উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের শ্রাদ্ধ আনুষ্ঠানে দেখা মিলল টলি অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর। ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন অভিনেত্রী। আর তারপরেই সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হলেন তিনি।