জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু। খুব কম সময়েই বেশ নাম করে নিয়েছে ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র রোহন ভট্টাচার্য জানালেন তাঁর ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে।
ধারাবাহিকের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে চান না তিনি। বড় পর্দা এবং ডিজিটাল পর্দা অর্থাৎ ওয়েব সিরিজেও কাজ করতে চান রোহন। তবে এর মানে এটা নয় যে ধারাবাহিকে কাজ করা তাঁর ভাল লাগে না। কিন্তু একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে শিল্পী হিসেবে তিনি অভিনয়ের অন্যান্য ধারায়ও নিজেকে দেখতে চান পর্দায়। তাই এই ধারাবাহিক শেষ হলে তিনি সময় নষ্ট না করেই ওয়েব সিরিজ বা সিনেমার কাজে লেগে পড়বেন। তিনি মনে করেন এটা তাঁর কাছে একটা ব্রেক হবে এবং নিজের অভিনয় সত্তার সম্পূর্ণ ব্যবহার করাও হবে। তবে এই মুহূর্তে আর অন্য কোন কাজে নয়, অপরাজিতা অপুর চরিত্রেই মন দিতে চান রোহন।
এদিকে পরের পর্বে আপনারা দেখতে পাবেন অচেনা নম্বর থেকে ফোন আসে দিপুর ফোনে। ফোন তুলে দিপু জানতে চায় কে সে? এদিকে সেই নাম্বার থেকে কখনো দিপুর ফোনে আসছে ভয়েস মেসেজ আবার কখনো আসছে কবিতা। কিন্তু ফোন তোলার পরে কেউ আর কথা বলছে না ওপার থেকে। কে সে যে এভাবে মুখোশের আড়ালে রয়েছে?