এ কেমন মানসিকতা? ছেলেই চাই আবদার হবু বাবা সায়নদীপের! তাজ্জব করলেন রূপসার শ্বশুরবাড়ির লোকেরাও

গত বছর অক্টোবরে রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)সায়নদীপ সরকার (Sayandeep Sarkar) আইনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক বছরের মধ্যেই রূপসা জানান যে তিনি মা হতে চলেছেন। বর্তমানে অভিনেত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন। সম্প্রতি রূপসা বেবি বাম্প সহ একটি ফটোশুটও করেন। এরপর সাধের অনুষ্ঠানেও অংশ নেন, যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়ার পাশাপাশি মজার খেলায় মেতে ওঠেন সকলে।

গত বছরই রূপসা-সায়নদীপ সেরেছিলেন আইনি বিয়ে। এদিকে এক বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়েও করা হয়েছিল ট্রোল। তাও কোন‌ও কটাক্ষই পাত্তা দেয়নি রূপসা ও সায়নদীপ। আবার‌ও কটাক্ষের মুখে সায়নদীপ। এই যুগে এসেও সায়নদীপের এমন দাবিতে অবাকি হয়েছেন নেটিজেনরা।

মাতৃত্বের স্বাদ নিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, এত দ্রুত দিনগুলো পেরিয়েছে কিছু উপলব্ধি করতে পারেনি। তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, তখন মনে হয়েছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছে, প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে। এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি, ভাষায় প্রকাশ করতে পারব না।’

এই খেলায় ভবিষ্যৎ সন্তান ছেলে হবে না মেয়ে, তা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন সবাই। রূপসার স্বামী সায়নদীপ স্পষ্টভাবে বলেন, তিনি ছেলে চান। এমনকি রূপসার শ্বশুর-শাশুড়িও ছেলের পক্ষেই মত দেন। সায়নদীপ আনন্দে উচ্ছ্বসিত হয়ে জানান, “আমি চাই আমাদের ছেলে হোক।” খেলায় ১১ জন ছেলে হওয়ার পক্ষে এবং মাত্র ৫ জন মেয়ে হওয়ার পক্ষে ভোট দেন। যদিও রূপসা বলেন, “আমার মনে হচ্ছে ছেলে হতে পারে, আবার মেয়েও হতে পারে।”

আরও পড়ুনঃ নেতাজির মূর্তিতে জুতো পড়ে মালা দিলেন বিশ্বনাথ! গাড়ি ভাঙচুর হল অভিনেতার, ভুগছেন নিরাপত্তাহীনতায়

এই ভিডিও রূপসা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ছেলে-মেয়ের মধ্যে বৈষম্যের মানসিকতাকে কটাক্ষ করেন। কেউ লেখেন, “ছেলেই চাই—এমন মানসিকতা থেকে বের হওয়া উচিত।” কেউ আবার মন্তব্য করেন, “সন্তান সুস্থ থাকলেই যথেষ্ট। ছেলে-মেয়ে নিয়ে এমন বৈষম্যের কোন‌ও মানে নেই।” রূপসা মাতৃত্ব নিয়ে জানান, “যখন জানতে পারলাম মা হতে চলেছি, তখন এত দ্রুত দিন কেটে যাচ্ছিল যে কিছু বুঝতে পারিনি। এই অভিজ্ঞতা প্রথমবার হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

You cannot copy content of this page