দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে পুনর্মিলন! সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপনে একসঙ্গে দেবশ্রী- প্রসেনজিৎ

গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে ৮৭ পেরিয়ে ৮৮ তে পা দিলেন বাঙালির কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। সাধারণত খুব জাঁকজমকপূর্ণ জন্মদিন (Birthday)উদযাপনে বিশ্বাসী নন তিনি। তবে এবার তার ব্যতিক্রম দেখা গেল বহু তারকার সমাগমে উদযাপিত হল তাঁর জন্মদিন।

এদিন অনুষ্ঠানে বাকি তারকাদের মাঝে নজর কারলেন প্রাক্তন দম্পতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়। তবে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে কিনা তা জানা নেই। প্রসঙ্গত ১৯৯২ সালে বিয়ে হয়ে দুজনের এরপর হটাৎ করেই ১৯৯৫ এ ডিভোর্স।

Sabitri Chatterjee, Tollywood, Bengali Serial, Bengali Serial Update, Television, Entertainment, সাবিত্রী চট্টোপাধ্যায়, নতুন সিরিয়াল, বিনোদন, বিনোদনের খবর

টলি পাড়ায় আজও শোনা যায় তাদের প্রেমের দিনের কথা। আর বিচ্ছেদের কারণ মনে করা হয় দুজনেরই বিবাহ বহির্ভূত সম্পর্ককে। সেই সব কথায় ইতি টেনেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করে। সমাজ মাধ্যমে প্রকাশিত ছবিতে আরো দেখা মিলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, দোলন রায়, বিশ্বনাথ বসু, আবীর চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের।

এই ছবিগুলি মূলত অভিনেত্রীর নাতনি পিংকি বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কাঞ্চন মল্লিকের সাথে বিচ্ছেদের পর তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেই থাকেন। প্রতিটি ছবিতেই সাবিত্রী চট্টোপাধ্যায় কে মধ্যমণি হয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ স্টার কিড হলে আর‌ও পুরস্কার মিলত! নাম না নিয়েই অভিষেক কন্যাকে কটাক্ষ দেবপ্রিয়ার বাবার?

এদিন সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্য হাজির করা হয়েছিল। তারই অল্প বয়সে ছবি লাগানো চকলেট কেক। ঐদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরে কেক কাটেন অভিনেত্রী।

You cannot copy content of this page