স্টার কিড হলে আর‌ও পুরস্কার মিলত! নাম না নিয়েই অভিষেক কন্যাকে কটাক্ষ দেবপ্রিয়ার বাবার?

গত বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২৫ (Star jalsha parivar awards 2025), খবর মতো বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল তারকা খচিত এই অ্যাওয়ার্ড শো। প্রত্যেক বারের মতো এইবারেও দর্শকের মন ছুঁয়ে যাওয়া তথা টিআরপির তালিকায় শীর্ষে থাকা অভিনেতা-অভিনেত্রী এবং ধারাবাহিক গুলি কুড়িয়ে নিল অনেক সম্মান এবং ট্রফি।

ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই সব ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা-অভিনেত্রী সহ ডিরেক্টর, শিশু শিল্পী, ও পার্শ্ব চরিত্রেরা। এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে চর্চিত ও প্রিয় জুটি ‘কথা ও অগ্নি’ নাকি পেয়েছেন সবচেয়ে বেশি পুরস্কার। ছাড়াও ‘গীতা এলএলবি’ ও পেয়েছে বেশ কিছু পুরস্কার। তেমনি বর্তমানে পাঁচ হাজার এপিসোড এর মাইলস্টোন পার করা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ ও জিতে নিয়েছে বেশ কিছু পুরস্কার।

 

Abhishek Chatterjee

বর্তমানে সেই সিরিয়ালে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা ‘অভিষেক চ্যাটার্জী’ কন্যা ‘সাইনা চ্যাটার্জী’ সূর্য ও দিপার মেয়ে ‘রুপার’ চরিত্রে, অপরদিকে ‘দিবপ্রিয়া বাসু’ বা অতি পরিচিত পার্শ্ব চরিত্রে অভিনেতা ‘সঞ্জয় বাসু’ ও ‘দেবাদ্রিতা বাসু’র বোন অভিনয় করছে সূর্য ও দিপার অপর মেয়ে ‘সোনা’র চরিত্রে। সোনা অর্থাৎ দেবপ্রিয়া নাকি ‘প্রিয় ভালোবাসার সদস্য’ নামক অ্যাওয়ার্ড টি পেলেও অপরদিকে রুপা অর্থাৎ সাইনা নাকি পেয়েছেন ‘ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড’।

আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধু’র সঙ্গেই শেষ হচ্ছে জলসার দারুণ জনপ্রিয় ধারাবাহিকের গল্প! জানলে মন ভাঙবে

সমাজ মাধ্যমে তারা উভয়ই ভাগ করে নিয়েছেন এই ছবি। এই ছবির কমেন্টে শুভেচ্ছা ও ঝরে পড়েছে নেটিজেনদের তরফ থেকে। দেবপ্রিয়ার এই ছবি তার বাবা সঞ্জয় বসু নিজের ফেসবুক প্রোফাইলে রিশেয়ার করে লেখেন “ভাগ্যিস তুই স্টারকিড না!!!” কার্যত এর পরেই নেটিজেনের কিছু অংশ মনে করতে থাকে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির কন্যার দিকেই নিশানা ছুড়ে পোস্টটি করেছেন সঞ্জয় বসু।

অভিনেতা অবশ্য পোস্টটিতে কারোর নাম উল্লেখ করেননি, হয়তো মেয়ের প্রতি গর্ববোধ ও অভিনেত্রী হবার স্ট্রাগলকে সম্মান জানিয়েই করেছেন এই পোস্টটি। তবে নাম না নিলেও প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে কি এবার দেবপ্রিয়ার বাবার নিশানায় অভিষেক কন্যা সাইনা!? স্টারকিড হলে কি মিলতো আরো অ্যাওয়ার্ড?