‘এমনি টাকা নেই এদিকে মেকআপ করার টাকা আছে!’ সারার ভাতকাপড়ে সঞ্জয়ের উপস্থিতিতে তীব্র কটাক্ষের মুখে সর্বজয়ার মেয়ে!
যদি সিরিয়ালের জগতে কোন চ্যানেলের প্রশংসা করতে হয় তবে তার যোগ্য হল জি বাংলা। এই চ্যানেলের একাধিক সিরিয়াল সবসময় টিআরপি রেটিং চার্টে 1 থেকে 10 এর মধ্যে থাকে। এই চ্যানেলে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো সর্বজয়া। বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়ের কামব্যাক সিরিয়াল এটি।সিরিয়ালে এসে দেবশ্রী রায় বুঝিয়ে দিয়েছেন জীবনের দ্বিতীয় ইনিংস ছক্কা হাঁকিয়েই শুরু করতে পারেন। তবে এই সিরিয়ালের একটি প্রোমো বর্তমানে সামনে এসেছে যা দেখে বেশ ক্ষিপ্ত নেটিজেনরা।
ইতিমধ্যেই আমরা দেখেছি সর্বজয়া তার মেয়ে সারার বিয়ে নিজের ঘরেই জিশানের সঙ্গে দিয়েছে। এবার জিশানের কুঁড়েঘরে গেছে সারা। সেখানেই এবার হবে তার ভাত-কাপড় অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন সর্বজয়া স্বামী সঞ্জয়। হুইল চেয়ারে বসেই গোটা ঘটনাটা সে দেখছে।বন্ধুদের দিয়ে ভাত কাপড় অনুষ্ঠান হয়েও যায় সারা এবং জিশানের। বাবার থেকে আশীর্বাদও নেয় সারা।
আর এই অংশটুকু দেখেই অনেক নেটিজেন বিস্মিত হয়েছেন। যেখানে সর্বজয়া পরিবার প্রায় দেউলিয়া হয়ে গেছে। যাদের নিজেদের কোন টাকা পয়সা নেই তাদের প্রতিনিধি হয়ে সারা যখন জিশানের বাড়ি আসে তখন সে এত মেকাপ গয়না শাড়ি কোত্থেকে পেল? এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রোলিং।লোকজন বলতে শুরু করেছেন যে ফ্যামিলিতে এমনি টাকা নেই এদিকে এত মেকাপ করার টাকা চলে এলো। এখন দেখা যাক সিরিয়ালে পরবর্তীতে কী হয়।