নিজের শরীর ভরা ক্ষ’ত, তীব্র ব্যথা উপেক্ষা করেও মায়ের শারীরিক অব’নতির খবর পেয়ে চিকিৎসকের দ্বারস্থ শ্বেতা!— মানসিকভাবে ভীষণ দুঃস’ময়ের মধ্যে টেলি অভিনেত্রী! কী হয়েছে মায়ের? কেমন আছেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) সব সময় চর্চায় থাকেন। সেটা হতে পারে তার পর্দার চরিত্রের জন্য, অথবা সমাজ মাধ্যমে স্বামী রুবেলের (Rubel Das) সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করার জন্য। কিন্তু বর্তমানে যেন এক অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি! একদিকে তাঁর নিজের শারীরিক অবনতি, অন্যদিকে মায়ের গুরুতর অসুস্থতা— সব মিলিয়ে মানসিক চাপ সামলাচ্ছেন একাই। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? অভিনেত্রীর মা-ই বা কেমন আছেন এখন?

পায়ে চোট পেয়েও তিনি বসে থাকেননি। নিজের ব্যথাকে উপেক্ষা করে মাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর এই চোটের ঘটনাটি ঘটেছিল একেবারে হঠাৎ করেই। এক সংবাদ মাধ্যমে শ্বেতা জানিয়েছেন, তিনি প্রতি মঙ্গলবার এক নির্দিষ্ট দোকান থেকে পুজোর জন্য ফুল কিনতে যান। শেষবার পাশের দোকানে দাম কম থাকায়, তিনি সেই দোকান থেকেই ফুল কিনেছিলেন। তাঁর পরিচিত ফুল বিক্রেতা যদি দেখে দুঃখ পান, তাই তাড়াতাড়ি করে রাস্তা পার করতেই গিয়েই হোঁচট খেয়ে রাস্তায় আছড়ে পড়েন অভিনেত্রী।

মুহূর্তেই র’ক্তার’ক্তি কান্ড, হাঁটুতে স্টোনচিপ ঢুকে যায় তাঁর! যদিও বর্তমানে চিকিৎসা চলছে, তাও সারা শরীরের ব্যথায় কাবু শ্বেতা। কদিন আগে অভিনেত্রীর চোটের খবর সামনে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ বিষয়টিকে অতিরঞ্জিত করে তুললেও শ্বেতা সে বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তাঁর মতে, সাধারণ একটা দু’র্ঘটনাকে নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই। মানুষের চোখে তিনি হয়তো অনন্যা, কিন্তু বাস্তবে তিনিও রক্তমাংসের মানুষ, যিনি হোঁচট খেলে পড়ে যান, আবার নিজেই উঠে দাঁড়ান।

এদিকে একই সময়ে মায়ের অসুস্থতাও তাঁকে গভীরভাবে চিন্তিত করেছে। শ্বেতা জানান, কিছুদিন ধরেই তাঁর মা মাথায় ঘাড়ে অসম্ভব যন্ত্রণা এবং বমি করছিলেন। ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শে ব্রেন সিটি স্ক্যান করা হয়েছে। চিকিৎসক সন্দেহ করছেন, স্ট্রোকের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কথাটা না বলেই নয় যে, নিজে ব্যথায় কাতর হয়েও মাকে নিয়ে ক্লিনিকে যাওয়া তাঁর দায়িত্ববোধেরই প্রমাণ। শ্বেতার ভক্তরা প্রায়ই বলেন, তিনি পর্দায় যেমন শক্তিশালী চরিত্রে অভিনয় করেন, বাস্তবেও তেমনই দৃঢ়চিত্ত নারী।

আরও পড়ুনঃ কৃষভির জন্মদিনের আগে হাসপাতালে শ্রীময়ী! পরীক্ষায় ধরা পড়ল গুরুতর রো’গ!

এই পরিস্থিতিতে দৌড়ঝাঁপে যেন আরও একবার দেখা মিলল বাস্তব জীবনের ‘দশভূজা’ শ্বেতার। জীবনের প্রতিটি ধাপে যে বাধা এসেছে, তা তিনি সাহসের সঙ্গে সামলেছেন। এখন যখন নিজের শারীরিক কষ্টের মধ্যেও মায়ের পাশে দাঁড়িয়ে দিন কাটাচ্ছেন, তখন দর্শকের চোখে তিনি আরও বেশি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। এই কঠিন সময়ও হয়তো কেটে যাবে, কিন্তু শ্বেতা ভট্টাচার্যের এই অদম্য মানসিকতা অনেকের মনেই জায়গা করে নেবে চিরদিনের জন্য। আমরা দ্রুত আরোগ্য কামনা করি অভিনেত্রী এবং তাঁর মায়ের।