ছোট পর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী বর্তমানে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয়। প্রতিদিনের জীবনযাপন পরিবার বন্ধু এবং কাজের নানা মুহূর্ত তিনি ভ্লগ ও পোস্টের মাধ্যমে তুলে ধরেন। সেই কারণেই তাঁর রোজনামচা অনুরাগীদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে।
সম্প্রতি সায়ক তাঁর মা বাবার একটি ছবি শেয়ার করেন। ছবিতে দুজনের পরনেই ছিল নীল রঙের পোশাক। বাবার গায়ে নীল পঞ্জাবি এবং মায়ের পরনে নীল শাড়ি। ছবির সঙ্গে সায়ক লেখেন ভালবাসা একসঙ্গে থাকার গল্প এবং আজকের সময়ে সম্পর্ক টিকিয়ে রাখার গুরুত্ব নিয়ে আবেগঘন বার্তা।
কিন্তু সেই সুন্দর পোস্টের মন্তব্যের ঘরেই অশালীন মন্তব্য করেন এক মহিলা। তিনি মা বাবার বয়স ও চেহারা নিয়ে অসম্মানজনক ভাষায় কটাক্ষ করেন। এই মন্তব্য চোখে পড়তেই সায়ক আর নিজেকে সংযত রাখতে পারেননি। তিনি স্পষ্ট ভাষায় ওই মহিলার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
সায়ক লেখেন যে বয়স হওয়া কোনও অপরাধ নয় এবং প্রত্যেক মানুষকেই একদিন সেই পর্যায়ে পৌঁছতে হয়। মা বাবাকে নিয়ে কুরুচিকর কথা বলা মানসিকতার দিক থেকেই নীচু স্তরের পরিচয়। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে একজন সন্তানের সম্মানবোধ এবং পরিবারকে রক্ষা করার দৃঢ়তা।
আরও পড়ুনঃ ‘কাগজ আমরা দেখাবই, দেখাব!’ গান বেঁধেছিলেন হুলিগানইজম-এর অনির্বাণ ভট্টাচার্য! এবার SIR শুনানিতে সত্যিই কাগজ দেখানোর ডাক পড়ল অভিনেতার
উল্লেখযোগ্য যে সায়কের মা রেখা চক্রবর্তী জীবনে বহু লড়াই করেছেন। দুই ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের গয়না বিক্রি করতেও পিছপা হননি। কঠিন সময়ে সংসারের হাল ধরেছিলেন একাই। আজ ছেলেরা প্রতিষ্ঠিত এবং মাকে ভালবাসা যত্নে ভরিয়ে রাখেন। সেই ত্যাগের গল্পই আবার আলোচনায় এল।






