জীবনে হঠাৎ নেমে এলো কঠিন অসুখ—সায়ক চক্রবর্তীর পোস্টে উদ্বেগে ভক্তরা! কি হলো অভিনেতার?

শারীরিক সুস্থতা নিয়ে সকলেরই নানা চ্যালেঞ্জ থাকে। তবে যখন প্রিয় কোনও অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন তা ভক্তদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তীর শেয়ার করা একটি ভিডিও দেখে তেমনই চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, গলায় একটি সাপোর্ট বেল্ট, মুখে অসুস্থতার ছাপ—চেনা ছন্দে নেই তিনি।

১২ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন সায়ক চক্রবর্তী। ক্যাপশনে লেখেন—‘জীবনে হঠাৎ নেমে এলো কঠিন অসুখ।’ এতটুকু পড়েই উদ্বেগে ভরে ওঠেন অনুরাগীরা। ভিডিওতে দেখা যায়, তিনি অনেকটা বিধ্বস্ত, গলায় সাপোর্ট বেল্ট পরে আছেন। এমন হঠাৎ শারীরিক পরিবর্তনের কারণ জানিয়ে সায়ক বলেন, দীর্ঘদিন ধরে স্পন্ডেলাইটিসে ভুগছেন তিনি।

ভিডিওতে সায়ক জানান, ‘‘আমার স্পন্ডেলাইটিসের যন্ত্রণা মাঝেমাঝেই সমস্যা করে। কিন্তু এবার যেটা হচ্ছে, সেটা আগের তুলনায় অনেক বেশি। বিছানা থেকে মাথা তুলতে পারছি না। দাঁড়িয়ে থাকলে কোনও সমস্যা হচ্ছে না, কিন্তু একবার বসলে বা শুলেই ভীষণ মাথা ঘুরছে।’’ তিনি আরও বলেন, শুধুমাত্র মাথা ঘোরে এমন নয়, মনে হচ্ছে গোটা পৃথিবীটাই ঘুরছে।

সায়ক জানান, অসুস্থতার কারণে এখন কাজ করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিন কাটছে তাঁর। তিনি বলেন, ‘‘এই ব্যথার মধ্যে কাজ করা সম্ভব হচ্ছে না। এমনকি একটা ভিডিও শেয়ার করার অবস্থাও নেই।’’ তবে সাপোর্ট বেল্ট পরার ফলে কিছুটা আরাম পাচ্ছেন বলেও জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ “আমি মা হবই, শরীরে কোনও সমস্যা নেই!”— সংসার ভাঙার পর বিস্ফো’রক সুস্মিতা! গয়না বন্ধক থেকে শুরু মাতৃত্বের স্বপ্নেও ছেঁকা, সব্যসাচীকেই দায়ী করলেন তিনি! ডিভোর্সের নেপথ্যে আসল কারণ কি জানালেন সুস্মিতা?

সায়কের এই হঠাৎ অসুস্থতার খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন বহু অনুরাগী। কমেন্ট সেকশনে দেখা যায়, তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সকলে। কেউ লিখেছেন, ‘সায়কের মতো প্রাণবন্ত মানুষের এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।’ কেউ আবার আশ্বস্ত করে বলেছেন, ‘‘এই কঠিন সময়ও কাটিয়ে উঠবেন আপনি। আমরা আছি আপনার সঙ্গে।’’

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।