বিনোদন জগতের তারকাদের শুধু ক্যামেরার সামনে দেখা যায়— চরিত্রে, অভিনয়ে, গল্পে। কিন্তু তাঁরাই যখন বাস্তব জীবনে কোনও সুখবর আনেন, তখন দর্শকদের কৌতূহলের শেষ থাকে না। টিভির পর্দায় যাঁদের আমরা নায়ক হিসেবে দেখি, তাঁরা ব্যক্তিগত জীবনে কেমন আছেন, কার সঙ্গে সম্পর্ক, কখন নতুন জীবন শুরু করছেন— এগুলোও দর্শকদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সেই কারণেই টলিপাড়ার নয়া সুখবরের দিকে এখন চোখ সকলের।
অভিনেতা সায়ন বসুও দর্শকদের চেনা মুখ। নিজের অভিনয় আর স্বাভাবিক উপস্থিতিতে তিনি ছোটপর্দায় বেশ দ্রুতই জায়গা করে নিয়েছেন। প্রথমদিকে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করে নজর কাড়েন তিনি। সহজ-সরল চরিত্র আর নিখুঁত অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। পরবর্তীতে আরও কিছু চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতাকে প্রমাণ করেন সায়ন।
বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘রানী ভবানী’— তাতেই অভিনয় করছেন তিনি। এ ধারাবাহিকের মাধ্যমে আরও বেশি পরিচিতি পেয়েছেন অভিনেতা। গল্পের চরিত্রে যেমন তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, ঠিক তেমনভাবেই নিজের ব্যক্তিগত জীবনও সাজিয়ে তুলছেন নীরবে। দীর্ঘদিন ধরে তিনি সম্পর্কে রয়েছেন— এই খবর টলিপাড়ায় বহুবার শোনা গিয়েছে। তবে এবার সামনে এল নিশ্চিত তথ্য।
শোনা যাচ্ছে, সায়ন বসু এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে তাঁর ব্যক্তিগত জীবনে আসছে বড় পরিবর্তন। অনেকদিন আগেই তাঁদের রেজিস্ট্রি ম্যারেজ সম্পন্ন হয়েছে। এবার সামনে তাদের ‘বিয়ে’ অনুষ্ঠান। এই সুখবর সামনে আসতেই তাঁর অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুনঃ শ্যুটিং ফ্লোরে দু’র্ঘটনার শি’কার অভিনেত্রী তিয়াসা! ঘোরতর র’ক্তপাত হল অভিনেত্রীর
সায়ন বসু যাঁকে বিয়ে করছেন, তাঁর নাম রিনি মুখার্জি। তিনি পেশাগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। দীর্ঘদিনের সম্পর্ক, দূরত্ব— সব সামলে অবশেষে তাঁরা একসঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। টলিপাড়ার অন্দরে এখন তাঁদের বিয়ের প্রস্তুতি নিয়েই আলোচনা। পর্দার নায়ক এবার বাস্তব জীবনে ‘নায়ক’ হতে চলেছেন বলে অনুরাগী






