শ্যুটিং ফ্লোরে দু’র্ঘটনার শি’কার অভিনেত্রী তিয়াসা! ঘোরতর র’ক্তপাত হল অভিনেত্রীর

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’–র নতুন গল্পে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা লেপচা। আগের গল্প শেষ হয়ে গেলেও নাম একই রেখে একদম নতুন চরিত্র-গল্প নিয়ে শুরু হয়েছে দ্বিতীয় সিজন। পুরনো টিম থেকে শুধু স্বস্তিকা ঘোষ আছেন, বাকিরা নতুন অভিনয়শিল্পী। এবার এই ধারাবাহিকের শ্যুটিংয়েই ঘটে গেল এক ছোট্ট দুর্ঘটনা, যা মুহূর্তে চিন্তায় ফেলেছিল পুরো ইউনিটকে।

ধারাবাহিকের এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। একটি দৃশ্যে তিয়াসাকে লোহার বড় ফুলদানি ছুঁড়ে ফেলতে হয়েছিল। চিত্রনাট্য অনুযায়ী শটটি দিতেই আচমকা ফুলদানিটি উড়ে এসে লাগে তাঁর হাঁটুতে। তীব্র ব্যথা আর প্রচুর রক্তপাত শুরু হয়। ফলে তিয়াসাকে সঙ্গে সঙ্গে শ্যুটিং ফ্লোর থেকে তুলে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে।

Tiyasha lepcha

এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিয়াসা জানান, “দুর্ঘটনাটা আরও বড় হতে পারত। ফুলদানিটা হাঁটুতে জোরে লাগে, কেটে যায়, প্রচুর রক্ত বের হয়। তখনই আমাকে ইনজেকশন নিতে হয়।” যদিও ভয় কেটে গেছে, তবুও ঘটনাটি পুরো টিমকে বেশ ভাবিয়ে তুলেছে। শ্যুটিংয়ের সময় অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথাও বলেন তিনি।

তবে এখন অনেকটাই ভাল আছেন অভিনেত্রী। হাঁটুর ব্যথা আগের তুলনায় কমেছে, এবং তিনি প্রায় স্বাভাবিকভাবেই শ্যুটিং করছেন। শুধু বাড়তি সাবধানে চলাফেরা করতে হচ্ছে। তিয়াসা জানান, কাজের প্রতি দায়িত্ব থেকেই দ্রুত শ্যুটিংয়ে ফিরেছেন তিনি, কারণ দর্শকের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

Anurager Chhowa

আরও পড়ুন: এই দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করে! “যে সমাজ নিজের প্রাণীদেরই জায়গা দিতে পারে না, সেই সমাজ তার শিশুদের কী শেখাবে?” শিশুদের ভবিষ্যৎ নিয়ে ক্ষোভে ফুঁসছেন শ্রীলেখা মিত্র

Tiyasha Lepcha, Sohail Dutta, Tollywood couple, Roshnai, Tiyasa Sohel relationship, social media post, Tiyasha Sohail Relationship controversy, commitment remark, social media buzz, তিয়াসা লেপচা, সোহেল দত্ত, টলিউড জুটি, রোশনাই, তিয়াসা সোহেল প্রেম, সমাজ মাধ্যম পোস্ট, তিয়াস সোহেল প্রেম বিতর্ক, তিয়াসার প্রতিশ্রুতি মন্তব্য

উল্লেখ্য, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘শ্যামা’ চরিত্র থেকেই টেলিভিশনে নাম করেন তিয়াসা। তাঁর অভিনয়জীবনের শুরুতে প্রাক্তন স্বামী সুবান রায় তাঁর অনেক সাহায্য করেছিলেন, এই কথাও তিনি খোলাখুলি স্বীকার করেন। পরবর্তীতে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও সে নিয়ে বহু মন্তব্য হয় সোশ্যাল মিডিয়ায়। পরে তিয়াসার নাম জড়ায় অভিনেতা সোহেল দত্ত-র সঙ্গেও। সব মিলিয়ে বিতর্ক, কাজ ও ব্যক্তিগত জীবন, সব দিক দিয়েই আলোচনায় থাকেন তিয়াসা।