প্রায় এক বছর ধরে শিরোপা ধরে রেখেছিল মিঠাই। এবার প্রতিপক্ষ সিরিয়ালের দুই যোদ্ধা এসে জুটেছে তার বিরুদ্ধে। তারা হল উমা এবং খুকুমণি।
খুকুমণি হোম ডেলিভারি এবং উমা খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তার নিরিখে উঠে এসেছে অনেকটা ওপরে। তুলনামূলকভাবে পিছিয়ে গেছে মিঠাই। টিআরপির দিক দিয়ে চলতি সপ্তাহে ১০.৪ নম্বর নিয়ে প্রথম স্থানে মিঠাই থাকলেও ১০.২ নম্বরে সমানে সমানে টক্কর দিচ্ছে খুকুমণি এবং উমা। এমন সাংঘাতিক লড়াই দেখে দর্শকদের আশঙ্কা এবার হয়তো খুকুমণি বা উমাই সরিয়ে দেবে মিঠাইকে।
এদিকে তৃতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি। এই ধারাবাহিকগুলিতে একের পর এক টুইস্ট তাদের এনে দিয়েছে এই জায়গায়। ৯.১ নম্বরে আছে যমুনা। ৪ ও ৫ নম্বরে রয়েছে ধূলোকণা এবং মন ফাগুন। এবার জি বাংলার অপেক্ষা স্টার জলসা অনেকটাই এগিয়ে গিয়েছে জনপ্রিয়তার নিরিখে। তারপরে রয়েছে যথাক্রমে গাঁটছড়া, অপরাজিতা অপু, খেলাঘর, আয় তবে সহচরী, রানী রাসমণি এবং সর্বজয়া।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার