পুজোর আগে আর্থিক সমস্যায় অভিনেতার শঙ্কর চক্রবর্তী! পুজোর মুখে ছোটপর্দায় মধুমিতা সরকারের ‘ভোলেবাবা পার করেগা’ থেকে কেনো বাদ পড়লেন অভিনেতা?

ছোটপর্দার ভক্তদের জন্য কিছুটা অপ্রত্যাশিত খবর। সম্প্রতি মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ নিয়ে আলোচনার মধ্যে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর নাম আসলেও শেষ পর্যন্ত তাঁকে সেই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে। দর্শকরা এই খবর শুনে কিছুটা চমক পেয়েছেন, কারণ শঙ্করকে অনেকেই নিয়মিতভাবে ছোটপর্দায় দেখার অভ্যাসে আছেন।

প্রথম দিকে ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছিল বাবার চরিত্রে অভিনয় করার জন্য শঙ্করের নাম থাকলেও, শেষ পর্যন্ত সেই চরিত্রে অন্য অভিনেতা দেখা গেছে। এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে শঙ্কর নিজেই জানান, শুটিংয়ের তারিখ এবং তাঁর পূর্বের কাজের সঙ্গে সময়ের দ্বন্দ্ব। “আমি শুরু থেকেই আমার শিডিউল জানিয়েছিলাম। কিন্তু যখন শুটিং শুরু হয়েছে, তখন আমার নাটক এবং একটি ছবির শুটিং চলছে। সেই সময়ের সঙ্গে সমন্বয় করা সম্ভব হয়নি,” শঙ্কর জানান।

অভিনেতার কথায়, এই সিদ্ধান্তে রাগের কোনো স্থান নেই, তবে ব্যক্তিগতভাবে কিছুটা মন খারাপের বিষয় রয়েছে। শঙ্কর বলেন, “পুজোর আগে আমার অর্থনৈতিক সমস্যা হয়েছে, তাই চিন্তায় আছি। তবে বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করার কোনো মানে নেই। আগামিদিনে কাজ করার সুযোগ হারাতে চাই না।” তাঁর এই বিবৃতি থেকে স্পষ্ট যে, পেশাগত মনোভাবের সঙ্গে ব্যক্তিগত অনুভূতিও সামঞ্জস্য রাখতে চাইছেন তিনি।

শঙ্করের ভক্তরা দীর্ঘদিন ধরে তাঁকে ছোটপর্দায় দেখেননি। সেই খারাপ লাগার অনুভূতিই তাঁকে প্রকাশ করতে দেখা গেছে। তবে কাজের সুযোগ থাকছে। শঙ্কর এই মুহূর্তে ছোটপর্দায় নেই, কিন্তু উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘কাতুকুতু বুড়ো’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে দর্শকরা নতুন রূপে শঙ্করকে দেখতে পাবেন।

আরও পড়ুনঃ ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ! তারপরেই গুয়াহাটিতে হবে অন্ত্যোষ্টি ক্রিয়া! জানালো অসম সরকার

সবমিলিয়ে, ছোটপর্দার ধারাবাহিক থেকে শঙ্করের আকস্মিক বাদ দেওয়া নিয়ে যতই আলোচনা থাকুক না কেন, অভিনেতা নিজের অবস্থানকে যথাযথভাবে সামলে নিচ্ছেন। আর দর্শকেরা অপেক্ষা করছেন শঙ্করের পরবর্তী কাজের জন্য, যা হয়তো এবার বড়পর্দাতেই চোখে পড়বে।

You cannot copy content of this page