খেলাঘর শেষ হচ্ছে, এবার নতুন রূপে ধরা দেবে শান্টু-পূর্ণা! একসঙ্গে কী করলেন তারা জানতে চান? এখনই পড়ুন

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি হয়ে উঠেছিল শান্টু এবং পূর্ণা। শান্টুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৈয়দ আরেফিন এবং পূর্ণার চরিত্র অভিনয় করেছেন স্বীকৃতি মজুমদার। খেলাঘর ধারাবাহিকে দুজনের এই জুটি খুব কম সময়ের মধ্যে দর্শকদের মন জয় করে ফেলেছে।

সৈয়দ এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন। এবারও জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন দর্শকদের। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে খেলাঘর ধারাবাহিক। আর ধারাবাহিক শেষ হলে এই জুটিকে দর্শক মিস করবে এটা বলা বাহুল্য।

তবে এই জুটির অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে। সিরিয়ালের পর নতুন যাত্রার পথে পাড়ি দিয়েছেন সৈয়দ এবং স্বীকৃতি। অভিনেতা এবার পরিচালকের ভূমিকায় নামলেন। নতুন অ্যালবাম ‘তোমায় ছুঁতে চাই”‘ এ পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। সেখানে জুটি বাঁধলেন নায়িকা স্বীকৃতি। সদ্য মুক্তি পেয়েছে সেই অ্যালবাম।

দুজনকে আবার একসঙ্গে দেখে খুশি হয়েছে দর্শকরা। এই ভিডিওতে দুজন একেবারে আলাদা রূপে রয়েছেন। এবার শোনা যাচ্ছে ভবিষ্যতে একসঙ্গে মিলে প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শান্টু-পূর্ণা খ্যাত সৈয়দ এবং স্বীকৃতি।

You cannot copy content of this page