কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে জি বাংলা শেষ করতে চলেছে ‘অমর সঙ্গী’ (Amar Sangi) ধারাবাহিকটি। এবার সব জল্পনাকে সত্যি করে অবশেষে ইতি টেনেছে ধারাবাহিকটি। নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudli) অভিনীত এই ধারাবাহিক সেভাবে জনপ্রিয় না হতে পারলেও দর্শকের একাংশের কাছে বেশ নাম করেছিল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে শ্যামৌপ্তি মুদলি আগের মতন কিছুটা জনপ্রিয়তাও পেয়েছেন।
শ্যুটিং শেষর দিনটিতে আবেগে ভেসে গিয়েছিলেন অভিনেত্রী, ক্যামেরার পিছনে সহকর্মীদের সঙ্গে কাটানো দিনগুলো মনে করে কেঁদে ফেলেছিলেনও তিনি। তবে অভিনয় জগৎ থেকে কিছুটা বিরতি নিয়ে এবার এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্যামৌপ্তি। বহুদিন ধরেই অভিনেত্রীর ভাবনা ছিল অভিনয়ের বাইরেও কিছু একটা করার, এবার সেই ইচ্ছেকেই বাস্তব রূপ দিতে চলেছেন তিনি।
এবার থেকে অভিনেত্রী শুধু অভিনয় জগতেই নয়, ব্যবসার ময়দানেও নিজের পরিচয় গড়ে তুলতে চলেছেন। হ্যাঁ, ২০২২ সালে ব্যাবসা নিয়ে সপ্ন দেখেছিলেন, আর এবার যেই ভাবা সেই কাজ! শহরের বুকে নিউ টাউনে শুরু করে ফেলেছেন নিজের প্রথম স্টার্ট-আপ। নাম দিয়েছেন — ‘‘মাইসন রোজ্ লাইফস্টাইল’'(Maison Rose Lifestyle)। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি শুধু একটি দোকান নয়, বরং একটি সম্পূর্ণ জীবন যাপনের ধরণ!
জানা গেছে এই স্টার্ট-আপে– পোশাক, গয়না থেকে শুরু করে বিউটি স্যাঁলো এবং একটি ক্যাফেও থাকছে এক ছাদের নিচে। শহুরে তরুণ প্রজন্মের চাহিদার এবং লাইফস্টাইল কথা মাথায় রেখেই শ্যামৌপ্তি পরিকল্পনা করেছেন এই স্টার্ট-আপ। এই ব্যবসার পিছনে যদিও রয়েছে দীর্ঘ পরিকল্পনা। প্রায় পাঁচ বছরের চিন্তা ভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুনঃ গান গাইতে গাইতে কেঁদে ফেলেছিলেন মান্না দে! কোন ঘটনার আবেগে ভেঙে পড়েছিলেন এই কিংবদন্তি গায়ক?
একজন ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠীকে পার্টনার হিসেবে পাশে নিয়ে এই উদ্যোগের সূচনা করেছেন। নতুন এই অধ্যায়ে পা রেখে শ্যামৌপ্তি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এবার থেকে অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকটাও সমান গুরুত্ব নিয়ে এগোবেন তিন। ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আগের মতই অভিনয় চলবে সমান্তরালে, তবে তার পাশে থাকবে নিজ হাতে গড়া স্বপ্নের ঠিকানা।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!