স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো গাঁটছড়া। বেশিদিন হয়নি এই সিরিয়ালটা শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে চলে এসেছে সিরিয়ালটি। ঋদ্ধিমান এবং খড়ির নয়া যুগলবন্দি দেখতে দর্শকদের বেশ ভালো লাগছে সেই সঙ্গে দ্যুতি এবং রাহুলের শয়তানি কাণ্ডকারখানা ও দর্শকদের মন্দ লাগছে না।
খড়িকে আমরা সাধারণত টিভিতে শান্তশিষ্ট একটি ভদ্র মেয়ে বলেই দেখে এসেছি। যেখানে সে সারাক্ষণ সালোয়ার কামিজ পরে থাকে এবং কথাবার্তাও বলে খুব আস্তে। বাবা মায়ের বাধ্য বড় মেয়ে সে, মা যা বলে তাই করতে বাধ্য হয় খড়ি। মায়ের জন্যই সিংহ রায় পরিবারের বড় ছেলে ঋদ্ধিমানকে বিয়ে করতে বাধ্য হয় সে। কিন্তু হঠাৎ একি হলো খড়ির, শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ এত পাল্টে গেল কী করে?
খড়ির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। সোলাঙ্কিকে আমরা এখনো পর্যন্ত মিষ্টি মিষ্টি সমস্ত অবতারেই দেখে এসেছি। তথাকথিত খোলামেলা পোশাকে আমরা এখনো সোলাঙ্কিকে দেখিনি তবে এবার যে ফটোটা সোলাঙ্কি করেছেন তা দেখে চক্ষুচড়কগাছ তার ভক্তদের।
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে সোলাঙ্কির একটি সাদা কালো ছবি সেখান থেকে দেখা যাচ্ছে পিছন ফিরে থাকা অবস্থায় এবং তার পিঠ সম্পূর্ণ অনাবৃত। গা থেকে পরনের পোশাক খুলে যাচ্ছে এরকম একটি ভঙ্গিতে তিনি ছবিটি তুলেছেন। স্বাভাবিকভাবেই খড়ির ভক্তরা সোলাঙ্কিকে এই নয়া অবতারে দেখে বেশ চমকে গেছেন। তবে তাকে দেখে ট্রোলিং হয়নি বরঞ্চ নায়িকারে লোক দেখে তার ভক্তরা বেশ প্রশংসাই করেছেন কমেন্ট বক্সে।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার