ছোট পর্দার একসময়ের অত্যন্ত জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়। চরিত্রের গভীরতা আর চোখে চোখে কথা বলা অভিনয়ের জন্য তিনি আজও দর্শকের মনে গেঁথে রয়েছেন। ‘মেঘলা’ থেকে ‘খড়ি’— প্রতিটি চরিত্রে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। অথচ বেশ কিছু বছর ধরেই ছোট পর্দা থেকে দূরে এই অভিনেত্রী। তাতে মন খারাপ হয়েছে অনেক অনুরাগীরই। তবে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যাওয়ার ইঙ্গিতে আবারও আশায় বুক বাঁধছেন তাঁর ভক্তরা।
শেষ বার ২০২১ সালে ধারাবাহিকে দেখা গিয়েছিল শোলাঙ্কিকে। তারপর তিনি ধীরে ধীরে বড় পর্দা এবং ওয়েব সিরিজের দিকে ঝুঁকেছেন। এত দিনেও আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি ‘সান বাংলা’ চ্যানেলের একটি ধারাবাহিকে অতিথি চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে বলে খবর মিলেছে। ধারাবাহিকটির নাম ‘ভিডিয়ো বৌমা’। তবে এই উপস্থিতি যেন শুধুই ‘স্পেশাল অ্যাপিয়ারেন্স’। অর্থাৎ, ফের ধারাবাহিকে নিয়মিত দেখা যাবে, এমনটা এখনই নয়।
‘ভিডিয়ো বৌমা’-র গল্পে এখন লাহিড়ি পরিবারে চলছে ইলিশ উৎসব। আর এই উৎসবেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন শোলাঙ্কি রায়। ইতিমধ্যেই এই বিশেষ পর্বের শ্যুটিংও শেষ করেছেন তিনি। হাসিমুখে তাঁকে দেখা গিয়েছে ‘আকাশ’ এবং ‘মাটি’-র সঙ্গে, যা দেখে দর্শক মনে করছেন— আবারও বুঝি ফিরছেন তিনি ছোট পর্দায়। তবে আপাতত এমনটাই জানা গিয়েছে যে, ৩১ জুলাই সম্প্রচারিত হতে পারে এই বিশেষ পর্বটি।
এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেন, “বেশি হিসেব-নিকেশ না কষাই ভাল। এক দিনের একটা শুটিং ছিল। এখনই ছোট পর্দায় অভিনয়ের কোনও পরিকল্পনা নেই আমার।” অর্থাৎ, এই পর্বটি শুধুই একটি বিশেষ উপস্থিতি, দীর্ঘ সময়ের জন্য ধারাবাহিকে ফিরছেন না অভিনেত্রী। তবে দর্শকের আগ্রহ যে এতটাই তুঙ্গে, তা এই একটি ঝলকেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুনঃ “প্রয়োজনে কিডনি বিক্রি করব, তবু সত্যের বিরুদ্ধে মাথা নোয়াব না!” — স্বামীর পর’কীয়া ফাঁস করে বি’স্ফো’রক রিয়া গঙ্গোপাধ্যায়
এই মুহূর্তে শোলাঙ্কি ব্যস্ত সৌম্যজিৎ আদক পরিচালিত একটি ছবির শ্যুটিংয়ে। ছবির নাম ‘Take Care ভালোবাসা’। বড় পর্দা এবং ওটিটিতে কাজের সুযোগ পাওয়া শোলাঙ্কির পছন্দ এখন এই দিকেই। ছোট পর্দায় আবারও ফিরবেন কি না, তা ভবিষ্যতের হাতে ছেড়ে দিলেন তিনি। তবে অনুরাগীরা আশায় রয়েছেন— হয়তো আগামী দিনে আরও বড় কিছু চমক অপেক্ষা করে আছে তাঁদের প্রিয় ‘মেঘলা’-র কাছ থেকে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।