‘এই পোশাকে পুজো করা অসম্মানজনক!’ ‘অতিরিক্ত আধুনিকতা দেখাচ্ছেন, নারীর স্বাধীনতা মানে কী এসব!’— কালীপুজোর সরু ব্লাউজ়ের ছবি ঘিরে নেটপাড়ায় ঝড়, নেটিজেনদের কটাক্ষের কী জবাব দিলেন সোমাশ্রী?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য এই মুহূর্তে নেটপাড়ায় ঘুরছে চরম আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, সম্প্রতি কালীপুজোর রাতে তিনি শেয়ার করেছিলেন কয়েকটি ছবি, যেখানে তিনি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ় পরেছিলেন। তবে এই ব্লাউজ়টি ছিল সরু ফিতের, যা কিছু নেটিজেনের চোখে ঠিক মতো মানানসই মনে হয়নি। এ কারণেই শুরু হয় মন্তব্যের ঝড়। এমন কুমন্তব্যের জেরে সাময়িকভাবে তিনি মন্তব্যবাক্স বন্ধ করলেও, কিছুক্ষণ পর তা পুনরায় খুলে দেন এবং নিজের যুক্তি তুলে ধরেন।

ব্লাউজ় ও পোশাক নিয়ে টেলিপাড়ায় বিতর্ক যেন থামছে না। কয়েক দিন আগে ছোটপর্দার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যও জানান, তিনি হাতকাটা বা স্বল্প পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তখনও ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার সোমাশ্রীর ছবি নিয়ে সমালোচনা আসছে ঠিক উল্টো কারণে। নেটিজেনরা মন্তব্য করেছেন, “অন্তর্বাস পরতে ভুলে গেছেন!” অথবা “সারা বছর যা-ই পরুন, কালীপুজোর দিন ঠিক করে পোশাক পরা উচিত।”

তবে সোমাশ্রীর যুক্তি স্পষ্ট। তিনি বলেন, “আমি মা কালীকে ভীষণ শ্রদ্ধা করি। মা নিজেই কিছু পরেন না। তাই যেভাবেই তিনি বিদ্যমান, সেই রূপে আমি পুজো করি। আর আমাকে মা কালী বলেননি যে, কালীপুজোর সময় সরু ফিতের ব্লাউজ় পরা যাবে না। হয়তো যারা সমালোচনা করছেন, তাদের কানে কানে এরকম কিছু বলা হয়েছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, যাঁরা কুকথা বলছেন, তাঁদের পাত্তা দেওয়ার দরকার নেই। পোশাকের কারণে কোনো মেয়ের চরিত্রকে বিচার করা বন্ধ হওয়া উচিত। সোমাশ্রীর কথায়, “গলা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক পরলেই কেউ ভদ্র হয় না। বরং পোশাক নিয়ে কাটাছেঁড়া না করে, ইতিবাচক বিষয় নিয়ে মানুষের ভাবা উচিত।”

আরও পড়ুনঃ অভিজাত হোটেলের শেফ থেকে জনপ্রিয় অভিনেতা— প্রত্যাখ্যান, লড়াই আর বিশ্বাসে গড়া রেমোর জীবন সংগ্রাম, হার মানাবে আর সিনেমার গল্পকেও!

শেষে তিনি মনে করিয়ে দেন, মা কালীর কাছে সব কিছুর নিয়ম নিজস্ব। “মা কেবল মানুষের মনই দেখেন। তাই যে কোনো পোশাকেই পুজো দেওয়া যায়, যদি মন থেকে শ্রদ্ধা থাকে।” এই বক্তব্যে বোঝা যায়, সোমাশ্রীর পুজোর নান্দনিকতা ও ব্যক্তিগত স্বাধীনতা দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।