বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের জীবনে সোশ্যাল মিডিয়া আজ আশীর্বাদ যেমন, তেমনই অভিশাপও। একদিকে এই মাধ্যমেই তারকারা সরাসরি পৌঁছে যান অনুরাগীদের কাছে, অন্যদিকে একটি ছবি বা ক্যাপশনই হয়ে উঠতে পারে কটাক্ষ, ট্রোল আর বিতর্কের কারণ। কখনও পোশাক, কখনও ব্যক্তিগত জীবন—সবকিছু নিয়েই নেটদুনিয়ার বিচার বসে যায় মুহূর্তে। সেই তালিকায় নতুন করে নাম জুড়ল ছোটপর্দার পরিচিত মুখ সৌমি চক্রবর্তীর।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে রুচিরা চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছিলেন সৌমি। স্বাভাবিক অভিনয়, সাবলীল উপস্থিতি আর পর্দার এক্সপ্রেশন তাঁকে আলাদা করে চিনিয়েছে। ধারাবাহিকের সাফল্যের পরই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে, তৈরি হয় নিজস্ব ফ্যানবেস।
বর্তমানে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সৌমিকে। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই খোলামেলা তিনি। মাস কয়েক আগেও কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। দুই পরিবারের সম্মতি, বিয়ের জল্পনা—সব মিলিয়ে সম্পর্কটা বেশ সিরিয়াস বলেই মনে হচ্ছিল। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।
এর মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শীতের সকালে তোলা সেই ছবিতে সৌমিকে দেখা যায় একটি চাদরে নিজেকে ঢেকে কফির কাপ হাতে। ক্যাপশনে লেখা ছিল সাধারণ ‘শীতের সকাল’। কিন্তু সেই ছবিকেই কেন্দ্র করে নেটদুনিয়ায় কটাক্ষের ঝড়। কেউ লিখেছেন “এটা আবার কেমন ছবি”, কেউ আবার সরাসরি আক্রমণ করে বলেছেন, “দিন দিন নিচে নেমে যাচ্ছে”।
আরও পড়ুনঃ ২০২১-এ ভাইফোঁটা আর ২০২৬-এ বিয়ে! ভাইফোঁটার ছবি ঘিরে নতুন বিতর্ক! পাঁচ বছরের সম্পর্কের দাবিতে প্রশ্ন তুললেন অনিন্দিতা!
এমনকি আরও একদল নেটিজেন কটাক্ষ করে দাবি করেছেন, কাজ না পেয়েই নাকি এ ধরনের নগ্ন ছবি পোস্ট করছেন অভিনেত্রী। যদিও এই মন্তব্যগুলির কোনও উত্তর এখনও প্রকাশ্যে দেননি সৌমি। তবে বারবার প্রমাণ হয়ে যায়—অভিনেত্রীদের ব্যক্তিগত মুহূর্তও আজ আর ব্যক্তিগত থাকে না, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবকিছুরই চলে প্রকাশ্য বিচার।






