“স্মৃতি মানেই বেদনা— এটা সব সময় ঠিক নয়,” বললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। তাঁর কণ্ঠে এক অদ্ভুত শান্তি। আনন্দবাজার অনলাইন-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকারকে নিয়ে কথা বলতে গিয়ে দার্শনিক হয়ে উঠলেন তিনি। তাঁর মতে, সম্পর্কের সৌন্দর্য দূর থেকে দেখলেই বোঝা যায়— যেমন পাহাড় বা নদীর দিকে তাকালে তার সম্পূর্ণতা ধরা পড়ে।
মধুমিতার জন্মদিনের ঠিক আগেই সৌরভের মুখে এল নতুন বছরের এক বড় ঘোষণা। জানালেন, ২০২৬ সাল তাঁর জীবনে নিয়ে আসতে চলেছে এক “নতুন খবর”! অনুরাগীদের মধ্যে তখনই জল্পনা— তবে কি আবার প্রেমে পড়েছেন অভিনেতা? নতুন করে কি শুরু হতে চলেছে সৌরভের ব্যক্তিগত অধ্যায়? প্রশ্নে হাসলেন, কিন্তু মুখে কুলুপ। ইঙ্গিতপূর্ণভাবে বললেন, “সময় এলেই সব জানিয়ে দেব।”
প্রাক্তন স্ত্রীকে নিয়ে তাঁর মনে কোনও তিক্ততা নেই, বরং একরাশ শ্রদ্ধা ও শুভেচ্ছা। সৌরভের স্পষ্ট বক্তব্য, “আমরা দু’জনেই স্বাধীন মানুষ, নিজেদের জীবনে সুখ খুঁজে নেওয়ার অধিকার সবার আছে। অতীতকে আঁকড়ে ধরে থাকলে নতুন কিছু শুরু করা যায় না।” তবে পুরোনো দিনগুলো তিনি ভুলে যাননি— কেক কেটে জন্মদিন পালন, ছোটখাটো চমক— সবই আজও স্মৃতিতে গাঁথা।
আরও পড়ুনঃ “ঘুম থেকে উঠে আমাকে ফোন না করেই ওয়াশরুমে চলে যায়, আমি সেটা নিয়ে ঝামেলা করি”- সোহেলের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিয়াশা লেপচা! “স্বামীকে ছেড়ে, ছোট ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে ন্যাকামো হচ্ছে”- কটাক্ষ নেটিজেনদের!
তবে সেই স্মৃতি ফলাও করতে তিনি অনিচ্ছুক। কারণ, তাঁর মতে এতে অপ্রয়োজনীয় বিড়ম্বনা তৈরি হতে পারে— বিশেষ করে যখন মধুমিতা ও দেবমাল্যের সম্পর্কের নতুন দিক শুরু হতে চলেছে। খবর, বছরের শেষেই তাঁদের বিয়ের সম্ভাবনা প্রবল। সৌরভ বলেন, “মধুমিতা কী করবে না করবে, সেটা ওর নিজের ব্যাপার।”
তবুও অনুরাগীরা যে সবচেয়ে বেশি কৌতূহলী একটিই প্রশ্নে— “নতুন বছরে সৌরভের নতুন খবরটা কী?”— তার উত্তর দিতে তিনি এখনও প্রস্তুত নন। শুধু হেসে বলেন, “সব কিছুই তো আর একদিনে বলা যায় না!” এখন অপেক্ষা, ২০২৬-এ সত্যিই কি নতুন জীবনের পাতায় নাম লেখাবেন সৌরভ চক্রবর্তী?






