অভিনেত্রী প্রেমিকার জন্মদিনেই মুখ ফিরিয়ে নিলেন প্রেমিক নায়ক! নতুন নায়িকার পাশেই বেশি দেখা যাচ্ছে তাঁকে! টলিপাড়ার চেনা এই জুটি কি এবার আলাদা হওয়ার পথে হাঁটছে?

টলিউডের (Tollywood) এই জনপ্রিয় অভিনেতা (Famous Actor) আজ কেবল রোম্যান্টিক হিরো নন, পাশাপাশি তিনি হয়ে উঠেছেন একজন সফল প্রযোজকও। নিজের শেষ ছবি নিয়ে এখনও দর্শকমহলে রেশ কাটেনি। সেই উত্তেজনার মধ্যেই নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন তিনি। আর সেই নতুন ছবির নায়িকা একজন ছোটপর্দার চেনা মুখ। সম্প্রতি টেলিভিশনের একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর রসায়ন বেশ নজর কেড়েছে। তবে এই নতুন জুটি পছন্দ হলেও, ব্যক্তিগত জীবনে যেন একঘেয়ে হয়ে উঠছে সম্পর্কের সমীকরণ।

প্রায় এক দশকের সম্পর্ক তাঁদের। আগে যা ছিল গোপন, ‘ভালো বন্ধু’ বলেতেন একে অপরকে তাঁরা। এখন তা হয়ে উঠেছে টলিপাড়ার ওপেন সিক্রেট। বহু বছর ধরে প্রেম করছেন এই নায়ক-নায়িকা জুটি। একে অপরের পাশে থেকেছেন ব্যক্তিগত এবং পেশাদার সময়ে। তবে বিগত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চড়ছে তুঙ্গে। কোনও এক অভিনেত্রীর সঙ্গে নায়কের ঘনিষ্ঠতাই কি এই দূরত্বের কারণ?

জানা যাচ্ছে, অভিনেতা এখন তাঁর নতুন ছবির জন্য এক উঠতি নায়িকার সঙ্গে বিদেশে রয়েছেন। শুটিংয়ের পাশাপাশি তাঁদের ছবি ছড়িয়ে পড়ছে নেটপাড়ায়। আর ঠিক এই সময়েই গম্ভীর হয়ে উঠেছেন অভিনেতার বহুদিনের প্রেমিকা। শোনা যাচ্ছে, তাঁরা সমাজ মাধ্যমেও আর একে অপরকে অনুসরণ করেন না প্রায় অনেকদিন। যদিও মাঝেমধ্যে দু’একটি যুগল ছবি পোস্ট করে তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

বন্ধুবান্ধবদের মধ্যেও এখন নায়কের এক উক্তি নিয়ে গুঞ্জন চলছে। ঘনিষ্ঠ মহলে নাকি তিনি স্বীকার করেছেন এই সম্পর্ক তাঁকে চাপ দিচ্ছে, এই সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। তাই প্রেমিকাকে ‘রিজার্ভ’ রেখে নতুন মুখের দিকে ঝুঁকেছেন তিনি! এমনকি প্রেমিকার রাগ ভাঙানোর তেমন চেষ্টাও করছেন না অভিনেতা। বরং ব্যস্ত রয়েছেন নতুন নায়িকার সঙ্গে গানের দৃশ্যে নজর কাড়তে।

আরও পড়ুনঃ অভিনেত্রীর সিদ্ধান্তে অবাক অনুরাগীরা! আচমকা সমাজ মাধ্যম ছাড়লেন দেবচন্দ্রিমা! টেলিভিশনের জনপ্রিয় মুখের হঠাৎ সরে দাঁড়ানো ঘিরে জল্পনা! নেপথ্যে কোন কারণ?

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এ কি শুধুই পেশাগত সম্পর্কের ছায়া, নাকি বদলে যাচ্ছে দীর্ঘ প্রেমের সমীকরণ? কারণ এই মাসই নায়িকার জন্মদিনের মাস। আগের বছরগুলোর মতো অভিনেতা কি এবারও প্রেমিকার জন্মদিনে তাঁর পাশে থাকবেন? নাকি জন্মদিনের কেকও বলে দেবে কোনও বার্তা? টলিপাড়া আপাতত অপেক্ষায়, সম্পর্ক বাঁচে না ভাঙে তার উত্তর খুঁজছে সবাই মরিয়া।

You cannot copy content of this page