বার্থডে গার্ল কৌশানীর আবদার! “সামি সামি”তে নেচে ভাইরাল নুসরত-শ্রাবন্তী

১৭ ই মে টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী ৩০ বছর বয়সে পা দিলেন। প্রেমিকার জন্মদিনে গ্র্যান্ড পার্টির আয়োজন করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তারকাখচিত এই পার্টিতে টলিউডের তাবড় তাবড় কলাকুশলীরা এবং অন্যান্য নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

কেক, পানীয়, বাজি পোড়ানো, বাড়ির ছাদ সাজানো- সব মিলিয়ে জম্পেশ আয়োজন। যশ দাশগুপ্ত- নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়- অভিরূপ নাগ, নীল রায় – ফালাক রশিদ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- তৃষানজিৎ চ্যাটার্জী প্রমুখ।

এই পার্টিতেই বিখ্যাত দক্ষিণ সিনেমা পুষ্পার একটি গানে নাচ করে ভাইরাল হয়েছেন দুই অভিনেত্রী। সামি সামি গানে নাচ করলেন নুসরত জাহান এবং শ্রাবন্তী চ্যাটার্জী। নুসরতের একটি ফ্যান ক্লাব সেই ভিডিওটি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই সেটা ভাইরাল হতে আর কতক্ষন লাগে? একটি গোলাপি ওয়ান পিস পরেছেন নুসরত আর সাদা-কালো ওয়ান পিস পরেছেন শ্রাবন্তী।

অভিনেত্রী কৌশানী মুখার্জীর জন্মদিনে নিজেদের প্রযোজনা সংস্থার নাম ঘোষণা করেছেন বনি এবং কৌশানী। এমনকি আগামী জুলাই মাস থেকেই নাকি নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

You cannot copy content of this page