‘আমি খুব নটি,আমাকে দুষ্টু বলতে পারো’, অবশেষে দাদার সামনে নিজের ‘কুকীর্তি’গুলো স্বীকার করে নিলেন শ্রাবন্তী চ্যাটার্জী!
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী।তবে তিনি তাঁর অভিনয়ের জন্য যতটা না জনপ্রিয় তার থেকে বেশি চর্চায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। তার স্বামী তার প্রেমিক তার ছেলে সবকিছু নিয়ে বিতর্ক চলে।বর্তমানে অভিরূপের সঙ্গে তার প্রেম চলছে কি চলছে না সেই নিয়ে যেরকম মানুষের গবেষণার শেষ নেই সেরকম আবার প্রাক্তন স্বামী রোশন ঘুরিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না শ্রাবন্তীকে।
তবে এবার শ্রাবন্তীকে দাদাগিরিতে দেখা গেল একদম অন্যরূপে। তার অভিনয় জীবন নিয়ে যেরকম বিতর্ক হয় সেরকমই তার রাজনৈতিক জীবন ঘিরে রয়েছে হাজার হাজার প্রশ্ন। গতবছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন, তারপর নির্বাচনের ফল বেরোনোর কিছু মাস পরে বিজেপির সঙ্গে আর থাকা যাচ্ছে না এবং তারা বাংলার কোন উন্নতি করছে না বলে দল ছাড়লেন। এখন তাকে তৃণমূল ঘনিষ্ঠ বিভিন্ন প্রোগ্রামে দেখা যাচ্ছে।
তবে দাদাগিরিতে তিনি অরাজনৈতিক এবং অভিনেত্রী পরিচয়ে এসেছেন। আপনারা কি জানতেন যে শ্রাবন্তী খুব ভালো মিমিক্রি করতে পারেন? অনেকেই এর আগে শ্রাবন্তীর গলায় বাচ্চাদের মিমিক্রি করতে শুনেছিলেন। আর এবার ভূতের রাজার মিমিক্রি করে শোনালেন দাদাকে।
সেইসঙ্গে জানা গেল তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। সাধারণত অচেনা নম্বর থেকে ফোন এলে তিনি ছেলেদের গলায় কথা বলে ভয় পাইয়ে দেন। একদিন সৌরভ গাঙ্গুলী স্বয়ং শ্রাবন্তীকে ফোন করেছিলেন এবং সৌরভ কে চিনতে না পেরে তিনি ছেলের গলায় কথা বলেছিলেন।
আর এবার সবার সামনে তিনি স্বীকার করে নিলেন যে তিনি একটু শাই টাইপের। এছাড়াও তাকে নটি অথবা দুষ্টু বলা যেতে পারে। দাদাগিরি এপিসোড টি বেশ জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে।