“থার্ড হ্যান্ড কাঞ্চনকে পেয়েই সব খুলে ফেলছে, ফার্স্ট হ্যান্ড বর পেলে তো দেখতেই হত না!” “ট্যালেন্ট কম, তাই শরীর দেখিয়ে লাইমলাইটে আসার চেষ্টা!” “টাকার জন্য আর কত নিচে নামবেন?”— এবারও সীমা ছাড়ালেন শ্রীময়ী! ব্রাইডাল লুকে অশা’লীনতা, নেটিজেনদের রোষানলে কাঞ্চনপত্নী!

টলিপাড়ায় যতবারই কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) আর শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) নতুন কোনও খবরে নাম আসে, সেটা শুধুমাত্র খবর থাকে না, হয়ে যায় বড় বিতর্ক। শ্রীময়ীর বিয়ের শুরু থেকে মা হওয়া পর্যন্ত প্রায় প্রতিটি পর্যায়েই নেটমাধ্যমে উঠেছে কটাক্ষের ঝড়। কখনও তাঁকে কাঞ্চন মল্লিকের সংসার ভাঙার দায়ে কাঠগড়ায় তোলা হয়েছে, আবার কখনও মেয়ের জন্ম নিয়ে হয়েছে নানান বিদ্রুপ। এই সমস্ত কিছু যেন থিতিয়ে আসার আগেই আবারও সমালোচনার শিকার হলেন অভিনেত্রী! এবার কাঞ্চন নয়, আলোচনার কেন্দ্রে এসেছে শ্রীময়ীর ব্রাইডাল ফটোশুটের ছবি।

অনেকে মনে করছেন, মা হওয়ার পর তিনি যেন প্রচারের আলো টানতেই এভাবে সামনে আসছেন। আর সেখান থেকেই শুরু নতুন করে হাসাহাসি আর ঠাট্টা। তবে এও সত্যি, শ্রীময়ীর সঙ্গে বিতর্কের সম্পর্ক যেন এখন নিয়মিত। টেলিভিশনে ‘বুলেট সরোজিনী’-র মাধ্যমে অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কড়া আর সাহসী চরিত্রে তাঁকে মানাতে না পারার অভিযোগে দর্শকই এক হাত নিয়েছিলেন। ধারাবাহিক ছাড়তে হয়েছিল অল্প সময়ের মধ্যেই। এখন আবার সেই একই সমালোচনার রেশ টেনেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নেটিজেনদের মন্তব্য,”যা-ই করুন না কেন শ্রীময়ী, সবসময় সেটা যেন বিতর্কিতই হতে হয়! এত অক্ষম অভিনয়ে যে এসব করে পয়সা কামাতে হচ্ছে?” আসলে শ্রীময়ী চট্টোরাজের সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই সবার প্রথমে যে ছবিগুলো চোখে পড়ছে এই মুহূর্তে, সেগুলোতে শ্রীময়ীর পোশাকের কারণে অস্বস্তি বোধ করছেন অনেকেই। ছবিতে দেখা যাচ্ছে, শ্রেময়ীর পরনে রয়েছে একটি ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গা ও গাঢ় মেরুন ব্লাউজের সঙ্গে হালকা রঙের ওড়না। গলায় ভারী সোনালি গয়না, কপালে বড় টিকলি এবং খোলা কোঁকড়া চুল।

পুরো সাজেই একটা রমণীয় আভা রয়েছে। তবে তার পোশাকে কিছু অতিরিক্ত খোলামেলা ভাব, যা রুচিশীলতার মানদণ্ডে সবার ভালো লাগবে না। বিশেষ করে ব্লাউজের কাট ও ফিটিং অনেকটাই দৃষ্টি আকর্ষণের জন্য এবং কিছুটা অপ্রয়োজনীয়ও বটে। ব্লাউজ পরা সত্ত্বেও অভিনেত্রীর স্তন প্রায় উন্মুক্তই বলা যায়। এই নিয়েই সমাজ মাধ্যমে চলছে নানান সমালোচনা আর কটাক্ষের ঝড়। কেউ শ্রীময়ী চট্টোরাজের চরিত্রকে আঘাত করছেন, আবার কেউ এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গকে টেনে আনছেন।

একজন লিখেছেন, “থার্ড হ্যান্ড বর পেয়েই সব খুলে ফেলছে। ফার্স্ট হ্যান্ড হলে তো মনে হয় কিছুই পরতো না, বিকিনি পরে রাস্তায় দাঁড়াত।” অন্যজন লিখেছেন, “আর কতটা নামবে? কুকীর্তির জন্য তো বদনাম হয়েছে আবার পোশাক এও অভদ্রতা..মানে আর নোংরামোর কিছুই বাদ নাই!” কেউ কটাক্ষ করে বলেছেন, “বাঙ্গালীর সমাজ ব্যাবস্থাকে এনারাই কলঙ্কিত করছেন, বিয়ের মতো একটা পবিত্র জিনিসের নাম করে নিজের শরীর দেখাতে হবে এটা বাঙ্গালীরা মেনে নেবে না। খুবই লজ্জার বিষয়!”

এছাড়াও অনেকেই বলেছেন, “ব্রাইডাল শুটে এরকম অশালীন পোশাক একদম মানায় না!” আবার কারোর কটাক্ষ, “ট্যালেন্ট কম, তাই শরীর দেখিয়ে নজর কাড়ার চেষ্টা! অভিনয় বাদ দিয়ে এখন সবাই শুধু শরীর দেখিয়ে লাইমলাইটে আসতে চায়।” কেউ আবার কটাক্ষের সুরে পরামর্শও দিয়েছেন শ্রীময়ীকে, “এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় না দিলেই ভালো হতো। সবকিছুর একটা সীমা থাকা উচিত।” সব মিলিয়ে, কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও ঘিরে সমালোচনার বৃত্ত থেকে তিনি যেন বেরোতেই পারছেন না।

আরও পড়ুনঃ “আমাদের সম্পর্ক আজ ভাঙলেও কাদা ছোঁড়াছুঁড়ি করব না, আজীবন বন্ধুত্বটা রেখেই দেব!”— বিচ্ছেদের দুনিয়ায় ভিন্ন সুর, সম্পর্কে বন্ধুত্বকেই এগিয়ে রাখলেন পায়েল দে! তবে কী ভাঙছে অভিনেত্রী সংসার?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।