“চামড়া কুঁচকে গেলেও মনটা ভালো, আমি যৌবন দেখে না কাঞ্চনের মন দেখে প্রেমে পড়েছি!”— কাঞ্চনকে ফের গদগদ প্রশংসা, ট্রোলের মুখে শ্রীময়ী! তিন বিয়ের পরেও ‘ভালো মনের মানুষ’! কাঞ্চনের গুণকীর্তনে ফের বিতর্কে জড়ালেন ‘কচি বউ’ শ্রীময়ী!

প্রেম করে বিয়ে, তারপর বিচ্ছেদ, আবারও প্রেম-বিয়ে— এইসব নিয়েই ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mullick) –এর জীবনে যেন রীতিমতো ধারাবাহিকের প্লট চলছে। পুরনো সম্পর্কে বিতর্ক, মিডিয়ায় জলঘোলা, আর প্রাক্তনদের হাজারো অভিযোগ—সব মিলিয়ে কাঞ্চনের ব্যক্তিগত জীবন কখনওই কম আলোচিত ছিল না। অথচ এসবের মাঝেও একাধিকবার তাঁকে ‘পরিণত মানুষ’, ‘ভালো মনের মানুষ’ বলেই তুলে ধরেছেন বর্তমান সঙ্গী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সেই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।

এদিন সাক্ষাৎকারে শ্রীময়ীর বক্তব্য, “আমি যে মানুষের সঙ্গে থাকবো ঠিক করি, তার রূপ-যৌবন দেখে প্রেমে পড়ি না। কারণ একটা সময় পরে দেহ-চামড়া কুঁচকে যাবে, বয়স তো বাড়বেই, কিন্তু যেটা থেকেই যাবে, সেটা হলো ভালো মন! আর কাঞ্চনের মনটা খুব ভালো, ওর মধ্যে একটা স্বচ্ছতা রয়েছে। আমি সেটারই প্রেমে পড়েছি!” এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে হাসাহাসি, এই কটাক্ষের বন্যা। তবে এই বক্তব্যকে ঘিরেই এবার শুরু হয়েছে জোরদার ট্রোলও। অনেকেই প্রশ্ন তুলছেন, যাঁর বিরুদ্ধে অতীতে চরিত্রগত অভিযোগ থেকে শুরু করে পারিবারিক ভাঙনের মতো গুরুতর প্রসঙ্গ রয়েছে,

তিনি হঠাৎ এতটাই ‘মন ভালো’ হয়ে উঠলেন কীভাবে? একাংশের মতে, এই মন্তব্য শুধুই বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টামাত্র। কেউ বলছেন—“মন তো ভালোই, শুধু প্রাক্তনদের লাথি খেয়ে হাড়গোড়গুলো একটু বেশি নড়াচড়া করে!” কেউ আবার শ্রীময়ীর বয়ান শুনে লিখেছেন, “চামড়া কুঁচকে গেলেও যদি মন ঠিক থাকে, তাহলে একাধিক বউ কেন কেঁদে বুক ভাসাল?” কেউ কটাক্ষ করে লিখেছেন, “এই মনটা এত ভালো ছিল, যে একের পর এক সম্পর্ক গড়েছে–ভেঙেছে–গড়েছে, যেন মোবাইলের গ্যালারিতে প্রেম জমা হচ্ছে!”

এটুকুতেই থামেননি নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, “যে মানুষটা অতীতে একাধিক সম্পর্কে যুক্ত ছিলেন, তাঁর স্বচ্ছতা কোথায়? তাঁর ভালো মন দিয়ে কী ভাবে তৈরি হয় এতগুলো বৈবাহিক সম্পর্ক? এটা কি মধ্যযুগীয় কোনও রাজার ভালো মানের সংজ্ঞা?” অনেকে আবার কটাক্ষ করে বলছেন, “এই যদি হয় ভালো মনের সংজ্ঞা, তাহলে তো সংসার ভাঙাই নতুন ট্রেন্ড!” এক কথায়, কাঞ্চন-শ্রীময়ীর প্রেম নিয়ে যেখানে তাঁরা ‘হ্যাপি কাপল’ ‘ট্রেন্ড সেটার’ প্রমাণ করতে চাইছেন।

আরও পড়ুনঃ মাতৃত্বের জন্য ত্যাগের গল্প ছিল নিছক ‘স্ক্রিপ্টেড কনটেন্ট’! সন্তানের জন্য ‘প্রমিসিং কেরিয়ার’ ছেড়েছিলেন, অপমান করেছিলেন ‘ওয়ার্কিং মাদার্সদের’! ‘চিরসখা’য় উকিল হয়ে ফিরতেই, মধুবনীকে ধুয়ে দিল নেটপাড়া!

কিন্তু দর্শকরা দেখছেন ‘কাঞ্চনের প্রেম’ নামক বাস্তব ধারাবাহিকের নতুন পর্ব! শেষমেশ দর্শকদের বক্তব্য, “মন ভালো থাকলে মুখে মুখোশ পরে চলত না। এখন তার দ্বিচারিতা শুধুমাত্র সংসারে নয় প্রকাশ্যে সরকারি হাসপাতালেও প্রকাশ পাচ্ছে!” এই মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ীর প্রেমকাহিনি এখন আর কারও অজানা নয়, কিন্তু এমন ‘মনোজ্ঞ মন্তব্য’ দিয়ে তাঁরা নিজেদের ইমেজ পাল্টাতে পারছেন তো? নাকি আরও বেশি করে বিতর্কের আগুনেই ঘি পড়ছে?

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।