নববর্ষে স্নানের পোশাকে ছবি! সুইমিং পুলে জলকেলি শ্রীলেখার

নতুন বছর শুরু করলেন উষ্ণ ছবি দিয়ে। অভিনেত্রী শ্রী লেখার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বছরের প্রথম দিন ‘জলপরী’ হয়ে ধরা দিলেন নায়িকা। শুক্রবার জলকেলির একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় শ্রীলেখা। মাঝেমাঝেই বিভিন্ন পোস্ট করেন তিনি। ভিডিও বা ছবি দুটোই মাঝে মাঝেই পোস্ট করেন তিনি। এর জন্যে বিতর্কও কম হয় না। নববর্ষে মূলত মহিলারা শাড়ি পড়ে সুন্দরভাবে সেজে ছবি তোলেন এবং এই দিনটি পালন করেন। কিন্তু শ্রীলেখা এই দিনটিতে সম্পূর্ণ অন্যভাবে নিজেকে মেলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। সুইমিং পুলের জলে একটু জিরিয়ে নিলেন তিনি। আসমানি নীল রঙের স্নানপোশাকে সাঁতার কাটলেন তিনি। নো-মেক আপ লুকের এই ছবি নিজেই পোস্ট করেছেন তিনি। অনন্ত পুল লিখে ক্যাপশনে তিনি নিজেই পোস্ট করেছেন নিজের এই ছবিগুলি।

Bengali actress Bengali actress

নায়িকার এই ছবিগুলোতে মেডিসিন বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে সামনে। কেউ লিখছেন, ‘সেক্সি’ আবার কেউ লিখছেন, ‘পুলের জলের তাপমাত্রা বেড়ে গেল’। বাঙালির নববর্ষে নায়িকার এই রূপ দেখে অবাক সকলে। সাবেকিয়ানার ছোঁয়া নেই কিন্তু তাতেও সকলের মন কাড়তে পারলেন শ্রীলেখা।

You cannot copy content of this page