এটাই শেষ শুটিং অভিষেক চট্টোপাধ্যায়ের! ইস্মার্ট জোড়ির মঞ্চে শ্রদ্ধার্ঘ্য প্রয়াত নায়ককে,ভাইরাল হল অদেখা ভিডিও

সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এত কম বয়সে নায়কের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না টলি দুনিয়া। মৃত্যুর একদিন আগে অবধি কাজ করে গিয়েছেন তিনি। তাই এমন সচল মানুষটিকে হঠাৎ করে মৃত্যুশয্যায় দেখে সহ্য করতে পারেনি কোন সহকর্মীই। বুধবার গভীর রাতে মারা গিয়েছেন অভিষেক। টলিপাড়ায় শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানানো হলো অভিনেতার শেষ কাজের মঞ্চে।

স্টার জলসার দুটি ধারাবাহিকে কাজ করার পাশাপাশি ওই চ্যানেলের একটি নতুন রিয়েলিটি শো এর শুটিং করছিলেন তিনি।

অভিনেতা জিৎ এর সঞ্চালনায় নতুন শুরু হয়েছে রিয়ালিটি শো ইস্মার্ট জোড়ি। সেই রিয়্যালিটি শো-এর মঞ্চে শ্রদ্ধার্ঘ্য জানানো হলো প্রয়াত নায়ককে। ছিল বিশেষ আয়োজন। স্ত্রীর সঙ্গে যুক্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে শেষ শুটিংয়ে আসেন অভিষেক চট্টোপাধ্যায় ওই মঞ্চেই।

তারপরেই সব শেষ। নায়ক যেটুকু শুটিং করতে পেরেছিলেন সেই টুকরো টুকরো টুকরো দিয়ে চ্যানেলের তরফ থেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হলে অভিষেক চট্টোপাধ্যায়কে। নিজের জীবনের প্রেম পর্ব উদযাপন করতে স্ত্রীকে সঙ্গী করে নিয়ে এসেছিলেন এই মঞ্চে।

স্ত্রীর সঙ্গে রঙিন সাজে সেজেছিলেন অভিনেতা। পরনে গাঢ় নীল ও রূপোলী কাজ করা শেরওয়ানি ছিল নায়কের। চ্যানেল কর্তৃপক্ষ যে ভিডিওটি শেয়ার করেছে সেখানে দেখা যায় অভিষেক নিজেই বলছেন প্রথম কবে দেখা হয় তাঁর সঙ্গে স্ত্রীর। দেখা আবার পরের দিন দুজনে বিয়ে করে নিয়েছিলেন। সে মানুষটিকে একা করে হঠাৎ হারিয়ে গেলেন অভিষেক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

You cannot copy content of this page