মধ্যরাতে পার্টি করে গাড়িতে অভিনেত্রী ঋতুপর্ণাকে নিয়ে পরিচালক, ঠাকুরপুকুরে গাড়ির ধাক্কায় আহত ৮! তদন্তে উঠে এল আরিয়ানের নাম

শনিবার ভোরা-রাতে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর (Thakurpukur) এলাকায় ঘটে গেল এক এমন ঘটনা (Accident), যা রাতারাতি আলোড়ন ফেলে দিয়েছে টলিউড (Tollywood) ও শহরবাসীর মধ্যে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হঠাৎই লক্ষ্য করেন, প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাজারে, উঠে গেল ফুটপাথে। মুহূর্তের মধ্যেই আহত হন সাত থেকে আটজন পথচারী। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং আচমকাই তার দিক হারিয়ে মানুষকে ধাক্কা মারতে শুরু করে। এই ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। জানা গেছে, গুরুতর জখম বেশ কয়েকজনের। রাতের শহরে এমন ঘটনায় ভয় ও ক্ষোভ—দুটোই দানা বাঁধছে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ এবং শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়। প্রশ্ন উঠছে, কী কারণে এমন মারাত্মক গাফিলতি?

এবং কে বা কারা ছিলেন এই গাড়ির ভিতরে? এই দুর্ঘটনার সূত্র ধরেই সামনে আসে টলিউডের একাধিক নাম। শোনা যায়, জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে যুক্ত কিছু অভিনেতা, নির্মাতা ও প্রযোজকের উপস্থিতি ছিল এই বিলাসবহুল গাড়িতে। আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik) থেকে শুরু করে স্যান্ডি সাহা, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ),সিধান্ত দাস, ঋতুপর্ণা সেন এবং পরিচালক ভিক্টো—সকলের নামই ঘুরে ফিরে আসতে থাকে। যদিও অভিনেতা আরিয়ান দাবি করেছেন, তিনি নিজে তখন নিজের গাড়িতে ছিলেন।

পরে শুটিং সেটে গিয়ে দুর্ঘটনার কথা জানতে পারেন। আরিয়ানের বক্তব্য অনুযায়ী, তাঁদের ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’র টিআরপি ভালো আসায় দলবেঁধে সেলিব্রেশন করতে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার এক পানশালায়। তবে পার্টি থেকে তিনি নাকি আগেই নিজের গাড়িতে বেরিয়ে আসেন। তাঁর গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন নিজের ব্যক্তিগত ড্রাইভার। এরপর নিজের জোকারের বাড়িতে ফিরে কিছুক্ষণ আড্ডা দেন পরিচালক ভিক্টো এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেন-সহ আরও কয়েকজনের সঙ্গে।

আরিয়ানের দাবি, সেই আড্ডার পর তাঁর বাড়ি থেকেই বেরিয়ে যায় একটি গাড়ি, যাতে ছিলেন পরিচালক ভিক্টো, ঋতুপর্ণা সেন ও প্রযোজক শ্রিয়া বসু। তাঁদের পরবর্তী গন্তব্য ঠিক কী ছিল, তা আর জানেন না অভিনেতা। কারণ, এরই মাঝে তিনি নিজেও ফের নিজের গাড়ি নিয়ে শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর কথায়, শুটিং সেটেই তিনি প্রথম দুর্ঘটনার কথা জানতে পারেন এবং সেখান থেকেই ফোনের পর ফোন আসতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট গাড়িটির নম্বর ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং ইতিমধ্যেই শ্রিয়া আর সিদ্ধান্তকে গ্রেফতার করে তোলা হয়েছে আলিপুর কোর্টে। পুলিশ সূত্রে খবর, এরা সকলেই মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে প্রথমে হাঁসপুকুর এলাকায় দু তিনজনকে ধাক্কা মেরে গাড়িটি সোজা বাজারের দিকে তেড়ে আসে সেখান থেকে দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে তারা ধরে ফেললেন গাড়িটিকে।

আরও পড়ুনঃ ‘পর্দায় প্রেম কম ছিল?’ এবার হানি সিং-এর কনসার্টেও ঘনিষ্ঠ সাহেব-সুস্মিতা, ‘বড্ড গায়ে পরা মেয়ে’ সুস্মিতাকে কটাক্ষ নেটপাড়ার

বের করে আনা হয় তিনজনকে, সকলেই নেশায় বুদ ছিলেন। এই ঘটনার পরে টলিউড মহলে নেমেছে অস্বস্তির ছায়া। সাধারণ মানুষের ক্ষোভও উগরে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকে বলছেন, তারকারা যেভাবে গাড়ি ব্যবহার করেন, তাতে নিয়ন্ত্রণহীন গতির সঙ্গে মিশে যায় একরাশ অসচেতনতা। শেষমেশ, এই ঘটনা ঘিরে যেভাবে পরিচিত মুখদের নাম উঠে আসছে, তাতে শহর জুড়ে এখন একটাই প্রশ্ন—দায় কার?