‘পর্দায় প্রেম কম ছিল?’ এবার হানি সিং-এর কনসার্টেও ঘনিষ্ঠ সাহেব-সুস্মিতা, ‘বড্ড গায়ে পরা মেয়ে’ সুস্মিতাকে কটাক্ষ নেটপাড়ার

কলকাতার গরমে এমনিতেই প্রাণ ওষ্ঠাগত, তার উপর যদি হানি সিং (Honey Singh) নিজে এসে গান ধরেন—তাহলে তো কথাই নেই! শনিবার বিকেলে নিউটাউনের অ্যাকোয়াটিকাতে বসেছিল ব়্যাপের আসর, আর সেই মঞ্চে যখন ‘ব্লু আইজ’ গুনগুন করে বেজে উঠল, তখন গরমে পুড়ে যাওয়া শহর আরও খানিকটা জ্বলে উঠল উষ্ণতায়। কিন্তু সত্যিকারের হিট পারফরম্যান্স কে দিল জানেন? না, হানি সিং নয়—সেই তকমা যেন ছিনিয়ে নিলেন টেলিভিশনের ‘ঘষাঘষি স্পেশাল’ জুটি সুস্মিতা (Susmita Dey) সাহেব (Saheb Bhattacharya)!

স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক নিয়ে জলঘোলা থামছেই না। টিভির পর্দায় অগ্নি আর কথার “গা-লাগা রোম্যান্স” নিয়ে যখন দর্শক ক্ষুব্ধ, ঠিক তখনই বাস্তবেও যেন সেই ঘনিষ্ঠতার জ্বলজ্বলে রূপ সামনে এল! হানি সিং-এর লাইভ কনসার্টে সাহেব-সুস্মিতা জুটিকে দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। ধারাবাহিকে তো অন্তরঙ্গতার মাত্রা ছাড়িয়েই যাচ্ছিল, এবার বাস্তবেও যেন ‘আশীর্বাদ’ পড়ে গেছে!

তাঁদের রোম্যান্সের হিট রেট যত না পর্দায়, তার চেয়ে বেশি মনে হচ্ছে রিয়েল লাইফে! একদিকে হানি গান গাইছেন, অন্যদিকে সাহেব আর সুস্মিতা “হানি” হয়ে দাঁড়িয়ে হাতে পানীয়, চোখে চোখ, আর টুইনিং সাদা পোশাকে একেবারে প্রেমিক-প্রেমিকার ভঙ্গিমায় ধরা দিলেন সাহেব-সুস্মিতা, ব্যাস, ব্যাস, ব্যাস! নেটাইজনরা হাতে যেন তুবড়ি-পটাকা পেয়ে গেছে। কেউ বলছেন, ‘এইটুকুই বাকি ছিল!’কেউ বলছেন, “বৌমার এ কি পেত্নী রূপ? চুলের যা স্টাইল, দেখে মনে হচ্ছে ‘মঞ্জুলিকা’ এর প্রেতাত্মা কলকাতায় হাজির!”

আবার কেউ বা বলছেন, “এই শাড়ি থেকে ডিরেক্ট শর্ট ড্রেসে ট্রান্সফরমেশন দেখে কর্তাদাদুর আত্মা নিশ্চয়ই এতক্ষণে দেহ ছেড়েছে!” আর সবচেয়ে বড় টার্গেট অবশ্যই সুস্মিতা। ‘কথা’তে অগ্নির প্রতি তার অতিরিক্ত ঘনিষ্ঠতার জন্য দর্শক বহুদিন ধরেই বিরক্ত। এবার সেই ঘনিষ্ঠতা যদি কনসার্টের মাঝেও দেখা যায়—তাহলে তো আর রক্ষা নেই! কেউ কেউ রীতিমতো বলেই ফেলেছেন, “এই সিরিয়ালটা আসলে ‘রোম্যান্স ইন পাবলিক’ শেখানোর কোর্স কিনা সেটা বোঝা দায়!”

যদিও সাহেবকে তুলনামূলকভাবে নিরপেক্ষ ভাবেই দেখছেন অনেকেই। কারণ, ‘কথা’ শুরুর পরই সুস্মিতার বিয়ের আগে ভেঙে যাওয়া সম্পর্কের কথা কারও অজানা নয়। একজন তো লিখেই ফেলেছেন, “সাহেবও এখন বুঝতে পারছেন না কোন পেত্নী ঘাড়ে চেপেছে!” এই কনসার্টের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়া যেন ফেটে পড়েছে রাগে ও হাসিতে। কেউ বলছেন, “এই জুটি আসলে হানি সিংকেও হার মানাবে—ওভারডোজ অফ লাভ!”

আরও পড়ুনঃ “আমার কাছে, আমার স্বামী ছাড়া বাদবাকি সবাই অস্তিত্বহীন!” নিজের জীবন থেকে মা, পরিবারের অস্তিত্ব মুছলেন অহনা?

সুস্মিতার প্রাক্তন সম্পর্ক ভাঙার পেছনে দর্শকদের একাংশ সরাসরি সাহেবের উপস্থিতিকে দায়ী করছেন। তাঁরা বলছেন, “প্রেম তো আর রিল লাইফে আটকে থাকে না, এখন রিল থেকে ডিরেক্ট রিয়েল লাইফে শিফট করে নিয়েছে বৌমা!” এবার সব মিলিয়ে বলাই যায়, তা সে অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন শুধু সুস্মিতা আর সাহেবের কিছু মুহূর্তই যথেষ্ট উষ্ণতা বাড়ানোর জন্য।