চেনা গ্ল্যামার বা ভাইরাল গানের আড়ালে ‘দেবলীনা নন্দী’র (Debolina Nandy) জীবনের শুরুটা মোটেই ঝলমলে ছিল না। আজ যাঁকে লক্ষ লক্ষ মানুষ সমাজ মাধ্যমে অনুসরণ করেন, তাঁর শৈশব কেটেছে চরম অভাবের ভেতর দিয়ে! একসময় সুখী পরিবার নিয়ে বাঁশদ্রোণীর ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। সেখান থেকে বেড়ার বাড়িতে এসে ঠাঁই নেওয়া, নিত্যদিনের অনিশ্চয়তার বাস্তবতাই ছিল তাঁর বড় হয়ে ওঠার সঙ্গী। ছোট বয়সেই বাবার অসুস্থতা পরিবারকে আর্থিক সংকটে ফেলেছিল, আর তখন সংসারের দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে।
দেবলীনা নিজেও খুব কাছ থেকে দেখেছেন, কীভাবে জীবনের লড়াই করে টিকে থাকতে হয়! এই কঠিন সময়েই গান হয়ে উঠেছিল তাঁর আশ্রয়। খুব অল্প বয়স থেকেই সঙ্গীতচর্চা শুরু করেন মায়ের অনুপ্রেরণায়। জীবনে যতই কষ্ট আসুক, থেমে যাওয়ার সুযোগ দেননি মা! গায়িকার স্কুল-কলেজের দিনগুলোও সহজ ছিল না, পড়াশোনার খরচ জোগাতে আশপাশের মানুষের সহানুভূতির ওপর ভরসা করতে হয়েছে অনেকবার। এমন দিনও গেছে, সামান্য ম্যাগি হলে তাঁর ভাই খেত আর পরে থাকা জল খেতেন দেবলীনা! তবু এই টানাপড়েন দেবলীনার স্বপ্নকে ভাঙতে পারেনি।
নিয়মিত রেওয়াজ, ছোট ছোট স্টেজ শো থেকে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি। এইভাবেই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেবলীনার পরিচিতি ছড়িয়ে পড়ে মূলত তাঁর গানের মাধ্যমেই। শাস্ত্রীয় সঙ্গীতের ভিতের ওপর দাঁড়িয়ে আধুনিক আর লোকগানের সহজ পরিবেশন তাঁকে আলাদা করে পরিচিতি এনে দেয় আজকের প্রজন্মের কাছে। নতুন, পুরোনো মিলিয়ে তাঁর কণ্ঠের সরলতা দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে চোখে পড়ার মতো!
কেবল অন্যের গান নয়, নিজের তৈরি গান গেয়েও তিনি ধীরে ধীরে উপস্থিতি জানান দিতে থাকেন। গানের বাইরেও দেবলীনার পথচলা থেমে থাকেনি! অভিনয় করেছেন বড়পর্দা এবং কিছু ওয়েব সিরিজে। এমনকি একাধিক ব্র্যান্ডের ফটোশুটের নিয়মিত মুখ তিনি এখন। এইসব করতে করতেই জনপ্রিয়তা, আর সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রে আসে! ২০২৪ সালে পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকেই সমাজ মাধ্যমে তাঁদের দাম্পত্যের নানা সুখের মুহূর্তই এতদিন দেখেছেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ হাসির আড়ালে লুকোনো ভয়ংকর যন্ত্রণা! ‘আমার মেয়েকে মারত প্রবাহ, ফোনে না পেলেই মনে হয় মেরে ফেলে দিয়েছে!’ মুখ খুললেন গায়িকা দেবলীনা নন্দীর মা
তাই হঠাৎ করে সেই সম্পর্কের টানাপড়েন প্রকাশ্যে আসায় অনেকেই বিস্মিত। উল্লেখ্য, বর্তমানে দেবলীনার ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়ে নানা আলোচনা চলছে, তাঁর আ’ত্মহ’ত্যার চেষ্টা অনুরাগীদেরও ভবিষ্যৎ নিয়ে ভাবাচ্ছে। তবে এই পরিস্থিতির মাঝেও তাঁর জীবনের মূল গল্পটা অন্য জায়গায়। একজন মেয়ের কঠিন শৈশব, অবিরাম পরিশ্রম আর নিজের প্রতিভার ওপর ভর করে উঠে আসার লড়াই। দেবলীনা নন্দীর যাত্রা মনে করিয়ে দেয়, জনপ্রিয়তার পেছনে অনেক সময় এমন সংগ্রামের গল্প লুকিয়ে থাকে, যা সহজে চোখে পড়ে না!






