‘আমাকে টার্গেট করুন, সব সহ্য করেছি… সন্তানদের মে’রে ফেলার হু’মকিটা মা হিসেবে সহ্য করা অসম্ভব!’ ‘মাঠে আমি ছিলাম না, তবু আমাকে অপরাধী বানানো হলো’ মেসি বিতর্কে অবশেষে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! জানালেন আসলে কী ঘটেছিল?

গত শনিবার মেসির কলকাতা সফর (Messi Kolkata Visit) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার রেশ গিয়ে পড়ে লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) উপর। এই কথা এখন আর কারুর অজানা নয়। একটি নির্দিষ্ট অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা করা এবং সেই মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় কটাক্ষ, রাগ আর নানান প্রশ্ন। কেন তাঁকে ডাকা হয়েছিল? কেন তিনি সেখানে ছিলেন? এইসব প্রশ্নে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ সমস্ত জল্পনা, অভিযোগ আর আক্রমণের মাঝেই শুভশ্রী নিজে সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হলেন এবার!

এদিন শুভশ্রীর বক্তব্য অনুযায়ী, তাঁকে কেন আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং পিআর টিমের। তিনি একা ছিলেন না, আরও পরিচিত মুখও সেখানে উপস্থিত ছিলেন। পরিকল্পনা মাফিক মেসির সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ এবং ছবি তোলা আর এইটুকুই ছিল কর্মসূচির অংশ। পরে মাঠে যাওয়ার অনুরোধও আসে সংশ্লিষ্ট টিমের তরফ থেকে, নানান আনুষ্ঠানিকতার কথা মাথায় রেখেই। তাঁর দাবি, গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত ছিল না বরং আয়োজকদের ব্যবস্থাপনাতেই সবকিছু হয়েছে।

সমাজ মাধ্যমে যে ছবি ঘিরে এত বিতর্ক, তা যে ওই মুহূর্তে পোস্ট করা হয়নি, সেটাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। মাঠে জ্যামার লাগানোর কারণে, নেটওয়ার্ক সমস্যায় ছবি পরে আপলোড হয় যখন তিনি বিশৃঙ্খলা পরিস্থিতিতে মাঠ ত্যাগ করেন আর তখনই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন তিনি। মাঠে বসে থেকেও তিনি যে মেসিকে স্পষ্টভাবে দেখতে পাননি, সেই কথাও জানিয়েছেন। মাঠে ঢোকার পর যে চূড়ান্ত অবস্থা তৈরি হয়েছিল, তা তিনি নিজের চোখেই দেখেছেন বলেই দাবি। শুটিংয়ের প্রতিশ্রুতি থাকায় তিনি সেখান থেকে বেরিয়ে যান।

পরে জানতে পারেন পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে! তবে শুভশ্রীর আক্ষেপ অন্য জায়গায়। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক যোগসূত্র টেনে এনে যেভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে, সেটাই তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছে। তাঁর বক্তব্য, তাঁকে কোথাও মাঠের ভেতরে দেখা যায়নি। তারপর মেসির সঙ্গে মাঠে সেলফি তোলার প্রশ্নই ওঠে না। তবুও এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, যেন গোটা ঘটনার জন্য তিনিই দায়ী! একজন নারী শিল্পী বলেই কি তাঁকে এভাবে টার্গেট করা হচ্ছে, এই প্রশ্নও তুলেছেন তিনি!

আরও পড়ুনঃ “সোনালী ভীষণ ঘুরতে ভালোবাসত, আর আমি শুধু বলতাম এখন টাকা নেই”—আজও নিজেকে ক্ষমা করতে পারেন না শঙ্কর চক্রবর্তী! সময় থাকতে স্ত্রীকে সময় দিতে না-পারার গভীর যন্ত্রণা আজও বয়ে বেড়ান অভিনেতা!

সবচেয়ে বড় কারণ, যে জন্য এতদিন চুপ থাকার পর তিনি মুখ খুললেন তা হলো তাঁর সন্তানদের নিরাপত্তা! নিজের সম্পর্কে কটুক্তি তিনি সহ্য করলেও, সন্তানদের মে’রে ফেলার হুমকি তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। অভিনেত্রী জানান, তাঁর কাছে এমন বার্তাও এসেছে যেখানে তাঁর ছোট সন্তানদের ক্ষতি করার কথা লেখা! একজন মা হিসেবে এই সীমা পেরিয়ে যাওয়া আক্রমণ তাঁকে ভেঙে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে, তিনি কোনও রাজনীতিবিদ নন, একজন অভিনেত্রী এবং একজন মা। তাঁর সন্তানদের এই ঘটনার মধ্যে টেনে আনা অন্যায় আর সেটার বিরুদ্ধেই তিনি এবার রুখে দাঁড়িয়েছেন।