কুয়াশাঘেরা সকালে প্রেমের উষ্ণতা ছড়ালেন শুভশ্রী!’আজ আমার ভ্যালেনটাইনস ডে’,কেন এরকম বললেন নায়িকা?

আজ সকাল থেকে কলকাতার আকাশ কুয়াশা ঘেরা। সকালে দমদম বিমানবন্দরে নামতে পারেনি প্লেন। সকাল থেকেই গণ পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। ঘন কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমা। কিন্তু এর মাঝেই সকাল সকাল প্রেমের রঙ্গীন উষ্ণতা ছড়ালেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।

‘বাকিদের কাছে 14 ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে কিন্তু তার এক সপ্তাহ পরে আজ একুশে ফেব্রুয়ারি আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে।’হঠাৎ করে এরকম একটা পোস্ট সাতসকালে দিয়েছেন শুভশ্রী। কিন্তু হঠাৎ করে কেন? কারণ আজ শুভশ্রীর স্বামী পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন। তাই রাজের সঙ্গে কতগুলো উষ্ণ ছবি পোস্ট করে রাজের জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা লিখেছেন নায়িকা।

নায়িকা লিখেছেন, আজকে আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে কারণ আজকে আমার ভালোবাসার জন্মদিন,তোমাকে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার জীবনে ঘটা সব থেকে ভালো জিনিস হল তুমি। তুমি যা চাও ভগবান তোমাকে যেন তাই দিক।

সকাল সকাল শুভশ্রীর শুভেচ্ছা বার্তা দেখে মন ভরে গেছে রাজের অনুরাগীদের। এরা সকলেই পোস্টের কমেন্ট বক্সে নিজেদের মতো করে উইশ জানাছেন রাজকে।

You cannot copy content of this page