দোলের রঙ, আকাশে উড়তে থাকা আবির, আর তারই মাঝে প্রকাশ পেল নতুন এক সিনেমার পোস্টার! বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ‘সৃজিত মুখোপাধ্যায়’ (Srijit Mukherji) এবার হাজির হচ্ছেন নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) নিয়ে। বিশেষ দিনে, বিশেষ মুহূর্তেই এই ছবির পোস্টার ও কলাকুসলীদের প্রকাশ্যে আনলেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, (Subhasree Ganguly) দিব্যজ্যোতি দত্ত, দর্শনা বণিক, ইশা সাহা, পার্নো মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ আরও অনেকেই এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন।
এদিন সবার গলায় ঝুলতে দেখা যায় লহ গৌরাঙ্গের নাম রে লেখা উত্তরীয় এবং পোশাক ছিলো সম্পূর্ন সাবেকি।ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে, এর সঙ্গে ধর্মীয় ভাবনা জড়িয়ে রয়েছে। তবে গল্পটি শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বরং এক গভীর ঐতিহাসিক ও সামাজিক আবহের মধ্য দিয়ে এগোবে। সিনেমার কাহিনি কী হবে, সে বিষয়ে নির্মাতারা এখনই কিছু জানাতে নারাজ। তবে দোলের দিনই এই বিশেষ ঘোষণার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এই ছবির সঙ্গে রঙ, আবেগ ও সংস্কৃতির এক গভীর সংযোগ রয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘রাম কমল মুখোপাধ্যায়’ প্রযোজিত এবং ‘রুক্মিণী মৈত্র’ অভিনীত ছবি ‘বিনোদিনী’। দর্শকমহলে বিশেষ সারা ফেলতে সক্ষম হয়েছে এই ছবি। বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। এর পরে কিছু সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় সৃজিত মুখোপাধ্যায় তার সিনেমায় নাকি রুক্মিণীকে বিনোদিনী বানাতে চেয়েছিলেন। এমনকি অভিনেত্রী বলেন তাদের সিনেমা থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে।
এই কথা প্রকাশ্যে আসতেই সৃজিত মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন তিনি কারোর থেকে অনুপ্রাণিত হননি। বরং ২০১৯ সালে তার এই ছবির পরিকল্পনা ও কলা কুসলী নির্বাচন সম্পন্ন হয়েছে। তার ছবি পুরোপুরি বিনোদিনীর উপর নির্ভর নয়। তাই কোনোভাবেই দুটো ছবির মিল খুঁজতে যাওয়া ভুল। এবার এদিন পোস্টার রিলিজ ইভেন্টে শুভশ্রীকে এই একই প্রশ্ন করা হলে তিনিও সাফ জানিয়ে দেন তিনি এই ছবির সঙ্গে বিগত পাঁচ বছর ধরে যুক্ত। তারই মাঝে দু’বার মা হয়েছেন তিনি বদলেছে শরীরের গঠন
ফলে এতদিন দেরি হয়েছে ছবির কাজ সম্পন্ন হতে। তিনি আরো বলেন সৃজিত মুখোপাধ্যায় যথেষ্ট সিনিয়র একজন মানুষ তার কারোর অনুপ্রেরণা প্রয়োজন হয় বলে শুভশ্রী মনে করেন না। শুভশ্রী বলেন রুক্মিণী তার থেকে ইন্ডাস্ট্রিতে অনেক জুনিয়র তাই তার সঙ্গে শুভশ্রী তুলনা করা একেবারেই উচিত না। এবং বিনোদিনী নিয়ে এই জল্পনার অবসান এখানেই করা উচিত। এদিন সৃজিত মুখোপাধ্যায় ও বলেন তার ছবিতে শ্রীচৈতন্যকে ঘিরে তিনটে সময়কাল দেখানো হবে ফলে বিনোদিনী শুধুই একটি অংশ মাত্র।
আরও পড়ুনঃ জলের মধ্যে ডুবেও সুন্দর চুল উড়ছে, অন্যদিকে নাসার বিজ্ঞানীরা মাথা ঠুকছেন! স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’-এর নতুন প্রোমো দেখে নেটপাড়ায় সমালোচনার ঝড়
সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা মানেই আলাদা চমক। ‘লহ গৌরাঙ্গের নাম রে’-ও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন দর্শকরা। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। শুভশ্রী দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন, তাই তাঁর চরিত্র নিয়েও আগ্রহ তুঙ্গে। সব মিলিয়ে, দোলের উৎসবে শুরু হওয়া এই নতুন চলচ্চিত্র বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে, এমনটাই আশা করছেন অনুরাগীরা।