ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ আবারও ফিরল খবরের শিরোনামে। তবে গল্প বা চরিত্রের জন্য নয়, বরং এই ধারাবাহিকের এক পরিচিত মুখ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে। সম্প্রতি টলিউডে কানাঘুষো শুরু হয়, অভিনেত্রী নাকি সমকামী বিয়ে সেরেছেন অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যম থেকে বিনোদন মহলে। সোমবার সকাল থেকেই এই নিয়ে চর্চা তুঙ্গে ওঠে, যদিও অনেকেই বিষয়টিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করছেন।
গুঞ্জনের সত্যতা যাচাই করতে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল সুচন্দ্রার সঙ্গে। অভিনেত্রীর জবাব ছিল সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। তিনি জানিয়েছেন, অকারণ গুঞ্জনে তিনি থাকতে চান না এবং এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তাঁর এই নীরবতাই যেন আরও কৌতূহল বাড়িয়েছে। কেউ কেউ ধরে নিচ্ছেন তিনি ইচ্ছে করেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, আবার অনেকের মতে অহেতুক আলোচনায় জড়াতে না চাওয়াই তাঁর সিদ্ধান্ত।
তবে এই গুঞ্জন ছড়ালই বা কেন। ছোটপর্দার অন্দরমহলের কথায় উঠে আসছে একাধিক কারণ। সুচন্দ্রা আদতে পাহাড়ি এলাকার বাসিন্দা এবং সেখানে তাঁর একটি ছোট হোমস্টে রয়েছে। সম্প্রতি জরুরি প্রয়োজনে তিনি কয়েক দিনের ছুটি নিয়ে সেখানে গিয়েছিলেন। সেই সময় অভিনেত্রী রিয়া দত্তও নাকি শহরে ছিলেন না। এই দুই ঘটনাকে মিলিয়েই অনেকেই কল্পনার রং চড়িয়ে গল্প সাজাতে শুরু করেন।
এ ছাড়া রিয়ার সমাজমাধ্যমে মাঝেমধ্যেই পাহাড়ি অঞ্চলের ছবি ও ভিডিও দেখা যায়। নিন্দকদের দাবি, সেই সব দৃশ্যের সঙ্গে সুচন্দ্রার হোমস্টের পরিবেশের মিল রয়েছে। যদিও এই দাবির কোনও প্রমাণ নেই। তবু বিনোদন জগতের একাংশে গুজব আরও ডালপালা মেলেছে। কেউ বলছেন, দুই পরিবার মিলিয়ে প্রায় একশো জনের উপস্থিতিতে গোপনে বিয়ে সেরেছেন তাঁরা। আবার কারও মতে, বিয়ের পরিকল্পনা নাকি জানুয়ারিতে।
আরও পড়ুনঃ “নেত্রী হতে চেয়েছিলাম, অভিনেত্রী হয়ে গেলাম…” — শৈশবের সেই স্বপ্ন ভাঙল কীভাবে? কানন দেবীর এক কথায় বদলে গিয়েছিল পথ, আর সেখান থেকেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী হয়ে ওঠেন সাবিত্রী চট্টোপাধ্যায়! জানুন তাঁর জীবনের অজানা গল্প
এই সব কিছুর মাঝেই সুচন্দ্রার ঘনিষ্ঠ মহলের বক্তব্য আলাদা। তাঁদের কথায়, লাগাতার ফোন আর প্রশ্নে অভিনেত্রী ভীষণ ক্লান্ত। তিনি নাকি বন্ধুদের কাছে আক্ষেপ করেছেন, অকারণ কিস্সা শুনতে শুনতে মানসিক চাপ বাড়ছে। এক সময় ভেবেছিলেন খুব ধুমধাম করে বিয়ে করবেন, অন্তত পাঁচশো জন আমন্ত্রিত থাকবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিয়ে শব্দটিকেই ভয় পাচ্ছেন তিনি। আদৌ সাতপাক ঘোরা হবে কি না, সেটাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রশ্ন।






