টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘লহো গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক আলোচনা-বিতর্ক দানা বেঁধেছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। কিন্তু এই সিনেমার ঘোষণার পরেই অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) দাবি করেন, সৃজিত নাকি প্রথমে তাঁকেই এই ছবির জন্য কাস্ট করতে চেয়েছিলেন।
আর এখান থেকেই মূল বিতর্কের সূত্রপাত। রুক্মিণীর এই দাবির পর সৃজিত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘লহো গৌরাঙ্গের নাম রে’ প্রজেক্টের পরিকল্পনা বহু আগেই করা হয়েছিল এবং এটি বিনোদিনী চরিত্রকে কেন্দ্র করে নয়। শুভশ্রীও সংবাদমাধ্যমের সামনে বলেন, “আমি গত পাঁচ বছর ধরে এই সিনেমার সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে আমি দু’বার মা হয়েছি, তাই কাজ শুরু করতে একটু সময় লেগেছে। তবে এই ছবির গল্প একেবারেই আলাদা।” একইসঙ্গে তিনি আরও বলেন, “রুক্মিণী নিশ্চয়ই ‘বিনোদিনী’তে ভালো কাজ করেছে, তবে আবেগের বসে কিছু মন্তব্য করা স্বাভাবিক।
আমি মনে করি, ও নিজেও পরে বুঝবে।” শুভশ্রীর এই মন্তব্যের পর বিতর্ক কিছুটা প্রশমিত হলেও এবার অভিনেতা দেব (Dev) যা বললেন, তা যেন আগুনে ঘি ঢালল।সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব এই প্রসঙ্গে মুখ খুলে জানান, “রুক্মিণী মোটেই মিথ্যে বলছে না! বরং সৃজিত এখন শুভশ্রীকে পেয়ে মিথ্যে বলছে। আমার সামনেই ফোন করেছিলো সৃজিত রুক্মিণীকে বিনোদিনী চরিত্রের জন্য। সে যাই হোক না কেন পর্দার বিনোদিনী একজনই আমার কাছে আর তা হলো রুক্মিণী।
শুভশ্রীর কথায় রুক্মিণী নাকি তাঁর থেকে অনেক কম ছবি করেছে বলে অভিজ্ঞতা কম আর সেই জন্যই বিতর্কিত মন্তব্য করেছে, কিন্তু আমি বলবো ওর মতন বিনোদিনী কেউ করতে পারবে না!” তাঁর মতে, রুক্মিণী এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত এবং তিনি পর্দার বিনোদিনী বলতে শুধু রুক্মিণীকেই বোঝেন। দেবের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে, যেখানে অনেকেই দাবি করছেন, টলিউডের দুই প্রথম সারির নায়িকাকে কেন্দ্র করে যেন বিভক্ত হয়ে পড়েছে ইন্ডাস্ট্রি।
আরও পড়ুনঃ কেশবের মুখে প্রথমবার ‘বাবা’ ডাক! আদৃতের কোলে উঠেই বাবা ডাকল কেশব! তবে কি এবার সামনে আসতে চলেছে আসল সত্য?
এই ঘটনায় সৃজিত বা শুভশ্রী এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে দেবের এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, টলিউডের দুই নায়িকার এই তর্ক বিতর্ক অব্যাহত থাকলে, দর্শকরা হয়তো বিষয়টির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এখন দেখার, সৃজিত বা শুভশ্রী দেবের এই মন্তব্যের পর কী প্রতিক্রিয়া দেন, আর বিতর্কের এই অধ্যায় কোথায় গিয়ে শেষ হয়!