দীর্ঘ জল্পনার অবসান! ভেঙে গেল সুস্মিতা-সব্যসাচীর দাম্পত্য! পরস্পরের সম্মতিতে আলাদা হচ্ছেন দুজনে! সব্যসাচীর পোস্টে চূড়ান্ত স্বীকারোক্তি, জন্মদিনে বিচ্ছেদে সিলমোহর দিলেন সুস্মিতাও!

টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি ‘সুস্মিতা রায়’ (Susmita Roy Chakraborty) এবং ‘সব্যসাচী চক্রবর্তী’র (Sabyasachi Chakraborty) বিচ্ছেদের (Divorce) গুঞ্জন এতদিনে আর গুঞ্জন রইল না। অবশেষে নিজের জন্মদিনেই সেই জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন সুস্মিতা। খোদ সব্যসাচী একটি আবেগঘন পোস্টে জানিয়ে দিলেন, তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। স্পষ্ট করে লিখলেন, ‘‘আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না। মনখারাপ ছিল দুজনেরই। তবে জীবনের নতুন অধ্যায় যেন ভালো হয়।’’

প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছার মাঝেই ভক্তদের উদ্দেশে এই স্পষ্ট বার্তা কার্যত নেটমাধ্যমে ঝড় তোলে। সব্যসাচীর এই পোস্টকে আরেকবার রিপোস্ট করে নিজের বক্তব্যও জানিয়ে দেন সুস্মিতা। লেখেন, “এটা দুজনের সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত। আমরা পরস্পরকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন। আশীর্বাদ করুন যেন নতুন করে ভালো থাকতে পারি।” নেটিজেনদের উদ্দেশে এটুকুই ছিল তাঁর বার্তা— আলোচনা নয়, আশীর্বাদ দিন।

তবে এই খবর সামনে আসার আগেই কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। যাঁর সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে আগে থেকেই নানা আলোচনা ছিল। সম্প্রতি এক অনুরাগীর ‘বৌদি-বৌদি’ মন্তব্যে সায়কের তীব্র প্রতিক্রিয়া দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, জল অনেক দূর গড়িয়েছে। সায়কের কড়া জবাব,‘‘এত বৌদিকে খুঁজছেন কেন?’’— বহু অনুরাগীকেই অবাক করেছিল।

এবার সব্যসাচীর পোস্ট সেই সমস্ত ইঙ্গিতকে একরকম সত্যিই প্রমাণ করল। অনেকদিন ধরেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না, একে অপরের ভিডিওতেও অনুপস্থিত ছিলেন দুজন। এমনকি এক ফ্রেমেও আর দেখা যাচ্ছিল না তাঁদের। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো ব্যক্তিগত ব্যস্ততা বা স্টার্টআপ সংক্রান্ত চাপ। তবে এখন বোঝা যাচ্ছে, সত্যিই কিছু জায়গায় সমঝোতার অভাব তৈরি হয়েছিল।

আরও পড়ুনঃ “হীরক রাজার দেশে রানীর হুকুম আমি মানি না!” “আপনার মেয়ে হলে, তখনও মুখ বুজে থাকতেন! শিরদাঁড়া কোথায়?” পথে নেমে কসবাকাণ্ডে প্রশ্ন শ্রীলেখা মিত্রর!

এই বিচ্ছেদ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, ভক্তদের আবেগে তার ছাপ পড়বে নিশ্চিত। যাঁরা তাঁদের যুগলবন্দি ভালোবাসতেন, তাঁদের জন্য এই খবর হতাশাজনক। তবে সুস্মিতা ও সব্যসাচী দুজনেই তাঁদের পরবর্তী অধ্যায়ের জন্য আশীর্বাদ চেয়েছেন। সেটাই এখন ভক্তদের একমাত্র করণীয়— ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে তাঁদের পথচলাকে শুভেচ্ছা জানানো।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page