“আমাকে এবং আমার মাকে দিনের পর দিন যেভাবে মানসিক ভাবে রে*প করা হয়েছে!”— অবশেষে ডিভোর্স প্রসঙ্গে সব জল্পনার ইতি টেনে মুখ খুললেন সুস্মিতা রায়! কেন হয়েছিল তাঁর বিচ্ছেদ, কী জানালেন তিনি?

নেটপাড়ায় এই মুহূর্তে অন্যতম চর্চিত নাম ‘সুস্মিতা রায়’ (Susmita Roy)। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে, এখন তিনি একজন উদ্যোক্তা। সম্প্রতি তাঁর নতুন সংস্থা ‘ক্লিয়ারকাট’ (Clearrcut) -এর পথচলা শুরু হয়েছে, যা শুধু ব্যবসার উদ্দেশ্যেই নয়, বরং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বলে দাবি সুস্মিতার। এর আগে ‘মেডোকার্ট’-এর মাধ্যমে তিনি ব্যবসায়িক জগতে পা রেখেছিলেন, আর এই নতুন উদ্যোগে তিনি আরও বড় স্বপ্ন বুনছেন।

তবে ব্যবসায়িক জীবনের শুরুতেই নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে সুস্মিতাকে। চলতি বছরের শুরু থেকেই ব্যক্তিগত জীবনের নানা দিক আলোচনায় উঠে এসেছে তার। স্বামী ‘সব্যসাচী চক্রবর্তী’র (Sabyasachi Chakraborty) সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। কেউ সহানুভূতি দেখিয়েছেন, কেউ আবার অবাক হয়েছিলেন তাঁর সিদ্ধান্তে। আজও তাঁকে নিয়ে নানান বিতর্ক হয়,যে কেন হল এই বিচ্ছেদ? কিন্তু সুস্মিতা কখনও এই বিতর্কে আটকে থাকেননি।

বরং নিজের পথ নিজেই তৈরি করেছেন, এমনটাই মনে করছেন অনেকে। অন্যদিকে তাঁর ব্যক্তিগত সাজসজ্জা ও উপস্থিতি নিয়েও সমাজ মাধ্যমে বিতর্ক কম হয়নি। বিশেষ করে বিচ্ছেদের ঘোষণা করার পরও সিঁদুর পরে প্রকাশ্যে আসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সমালোচনার মুখে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আইনি বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সিঁদুর পরা তাঁর কাছে স্বাভাবিক। এই বক্তব্য যেমন সমালোচনার জন্ম দিয়েছে, তেমনই আবার সমর্থনও কুড়িয়েছে। এমনকি তাঁর আচার-আচরণ নিয়েও নেটিজেনদের একাংশ সরব হয়েছেন।

কেউ কেউ বলছেন, সুস্মিতা বদলে গিয়েছেন। আগে তাঁর সহজ-সরল অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি অনেককে আকর্ষণ করত, আর এখন তাঁকে দেখে অন্যরকম মনে হচ্ছে। অন্যদিকে একাংশের মত, জীবনের কঠিন সময় পেরিয়ে তিনি নিজের নতুন করে তৈরি করছেন। অনেকেই তাকে দোষারোপ করছে, বদলে যাওয়া ব্যবহারের জন্যই নাকি বিচ্ছেদ হয়েছে। আবার কেউ বলেছে, সুস্মিতার মায়ের হস্তক্ষেপের জন্যই এমনটা ঘটেছে। দীর্ঘদিন চুপ থাকার পর, এবার সব বিতর্ক নিয়ে উত্তর দিলেন সুস্মিতা নিজেই!

 

সম্প্রতি একটি ভিডিও করে সমাজ মাধ্যমে ভাগ করে নেন তিনি। যেখানে তার ব্যবসায়িক জীবনের কিছু ঝলক ফুটে উঠছে, এবং সুস্মিতার গলায় শোনা যাচ্ছে কিছু কথা। তিনি বলেন, “আজ থেকে তোমাদের সামনে সবটা তুলে ধরব ভাবছি। আমার সংস্থাগুলোর কি কাজ এবং আমি কিভাবে এই ব্যবসায় এলাম। তোমরা ভালো-মন্দ মিশিয়ে অনেক রকম কমেন্ট করো। ভালো কমেন্ট গুলো যেমন উৎসাহ দেয়, খারাপ কমেন্ট গুলো দেখলে আরও খারাপ লাগে। রক্তমাংসের মানুষ তো, তাও লড়ে যাই নিজের সঙ্গেই। চেষ্টা করব সেই লড়াইটা বোঝানোর, যদিও সবটা তো আর বলা যাবে না।

আরও পড়ুনঃ দীর্ঘ ১২ বছর পর ফের স্টার জলসার নতুন মেগায় রণিতার কামব্যাক! এবার ‘বাহামণি’র সঙ্গে জুটি বাঁধবেন ‘পরম’ বিশ্বজিৎ ঘোষ! প্রথম প্রোমো প্রকাশ্যে, কবে আসছে নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’?

অনেকে জানতে চান, কেন হয়েছে আমাদের ডিভোর্স! যেখানে আমরা উভয় জানিয়ে দিয়েছি, এই বিষয়ে কোনও কথা বলতে চাই না। তাও মানুষের আলোচনার শেষ নেই। খুব সম্প্রতিক সেই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছি আমি এবং আমার মা। আপনারা কোনও মেয়ের রে*প হলে অনেক আন্দোলন করেন। কিন্তু সামাজিক মাধ্যমে আমাকে আর আমার মাকে দিনের পর দিন যেভাবে কিছু মহিলা এবং পুরুষ মিলে সোশ্যালি এবং ভার্বালি রে*প করেছেন, তার প্রমাণ শেষ দু মাসের ভিডিও কমেন্ট। একটা প্রশ্ন রেখে গেলাম, ডিভোর্সের জন্য কি সব সময় মেয়েরাই দায়ী হয়?”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

https://www.facebook.com/share/r/1E3H3DmcfQ/