উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। এক ঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এই হাস্যরসাত্মক এবং রহস্যঘন গল্প। মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত এবং ‘স্বস্তিকা দত্ত’ (Swastika Dutta) রয়েছেন মূল চরিত্রে। পাশাপাশি দেখা যাবে অনামিকা সাহা, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায় প্রমুখকে।
ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে ছবির শুটিং। তবে শুটিং ফ্লোরেই ঘটেছে দুর্ঘটনা। আচমকা গুরুতরভাবে আহত হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। জানা গিয়েছে, তাঁর কর্নিয়ায় লেগেছে মারাত্মক আঘাত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর স্বয়ং স্বস্তিকাই সামাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অভিনেত্রী লেখেন, “গতকাল শুটিং করতে গিয়ে এমনভাবে আঘাত পেলাম,
যেন পৃথিবীর সমস্ত যন্ত্রণা এসে পড়েছে আমার চোখে।” স্বস্তিকা আরও জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত কর্নিয়ায় গভীর ক্ষতের চিকিৎসা চলছে। সহ-অভিনেতা ও ইউনিটের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। আমি চাইলেও এখন কিছু কাজ বাতিল করতে হচ্ছে।
কিন্তু যত ব্যথাই থাকুক না কেন। এই প্রোজেক্ট আমি স্পেশাল করেই তুলব, এটাই আমার প্রতিশ্রুতি।” চোখের সমস্যার জেরে একাধিক বিজ্ঞাপনের কাজ থেকেও আপাতত সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। যদিও স্বস্তিকার এই লড়াই ও পেশাদারিত্ব দেখে ইতিমধ্যেই তাঁর অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন। সমাজ মাধ্যমে অনেকে বার্তাও পাঠাচ্ছেন দ্রুত সুস্থ হয়ে ফেরার জন্য।
আরও পড়ুনঃ শরীর ভালো নেই, বিচ্ছেদের পরই অসুস্থ সুস্মিতা! সমাজ মাধ্যমের ভিডিওতে ধরা পড়েছে শারীরিক কষ্ট! ভিডিও বার্তায় কী জানালেন তিনি?
শিল্পীর এই মানসিক দৃঢ়তাও নেটপাড়ায় প্রশংসা কুড়োচ্ছে। হঠাৎ কীভাবে ঘটল এই দুর্ঘটনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যমের তরফে স্বস্তিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে অধরা। আপাতত তাঁর দ্রুত আরোগ্য কামনাতেই অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা, সঙ্গে ছবির মুক্তির দিকেও নজর রাখছেন সকলে।