‘এক আকাশের নীচে’তেও মহিলাদের যৌ’ন হেনস্থা করেছেন তিনি! রূপাঞ্জনা থেকে চৈতি, দেবলীনা সবাই কী মিথ্যে বলছে? আর উনি সাধু!

তিলোত্তমা ও আরজিকর কাণ্ডে (R G Kar Incident ) যে সকল তারকারা প্রথম থেকে প্রতিবাদ করেছেন তাদের মধ্যে স্বস্তিকা মুখার্জী ( Swastika Mukherjee ) অন্যতম। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে তিনি যেমন প্রতিবাদী হয়েছেন, মিছিলে নেমেছেন ও রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছেন তেমনি তৃণমূল নেতারা প্রতিবাদী তারকাদের শরীরের গঠন নিয়ে সমালোচনা করলে তার‌ও প্রতিবাদে স্বস্তিকা বলেছেন মেয়েরা কি শরীর সর্বস্ব পদার্থ? সম্প্রতি যৌন-নিগ্রহে অভিযুক্ত পরিচালক অরিন্দম শীলকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

আগামী ৮ ই অক্টোবর স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত টেক্কা ছবিটি মুক্তি পাবে হলে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবিতে দেব, রুক্মিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। সম্প্রতি এই ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে টেক্কা ছবির বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গেই টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য রাখেন অভিনেত্রী। দেবকে যারা পছন্দ করেন না টেক্কা দেখে তারাও মুগ্ধ হবেন বলে প্রত্যয় স্বস্তিকা মুখার্জীর।

সংবাদমাধ্যমকে দেওয়া দীর্ঘ সেই সাক্ষাৎকারে টেক্কাতে দেবের বলিষ্ঠ অভিনয় দেখে মুগ্ধ স্বস্তিকা বলেন,‘ ওকে দেখে মনে হয়েছে ও আজন্ম এই কাজটাই করে আসছে। ওই বিল্ডিংয়ে কাজ করে। এত সুন্দর করেছে। আর এটাই তো হওয়া উচিত। যদি চরিত্রের মতো না লাগে কী করে হবে? এখানেই ও অনেকটা নম্বর পেয়ে বসে আছে বলে আমার মত। যেটা ভালো লাগে না সেটা যেমন বলি, যেটা ভালো লাগে সেটাও চিৎকার করে বলতে ইচ্ছে করে।’

একই সাথে টলিউডের মধ্যে মেয়েদের নিরাপত্তার প্রসঙ্গে অভিনেত্রীর সাফ বক্তব্য, ‘আমার মনে হয় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একজনও মহিলা আছেন যিনি বলতে পারবেন তাঁকে কখনও কোনও অস্বস্তিকর পরিবেশে পড়তে হয়নি। ১০০% পড়তে হয়েছে। কেউ হয়ত কারও সঙ্গে অসভ্যতা করে বুঝেছে এটা করা ঠিক হয়নি, ক্ষমা চেয়েছেন, বা মহিলাটির সম্মতি নেই। তারা সেখান থেকে সরে এসে কিন্তু আর এমন কাজ করেননি। আবার অরিন্দম শীলের মতো মানুষও আছেন যাঁর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে।’

অরিন্দম শীল তার বিরুদ্ধে আসা যৌন হেনস্থার অভিযোগ মিথ্যে বলে অস্বীকার করলেও স্বস্তিকা মনে করেন বারবার কখন‌ও মিথ্যে অভিযোগ একই মানুষের বিরুদ্ধে আসতে পারে না। অরিন্দম শীল প্রসঙ্গে স্বস্তিকা আর‌ও বলেন,‘কিছু বছর আগে রূপাঞ্জনা অভিযোগ করেছিল। আমার যখন ২০-২১ বছর বয়স, যখন এক আকাশের নিচে করছি তখন চৈতি ঘোষাল অভিযোগ করেছে, চান্দ্রেয়ী ঘোষ অভিযোগ করেছেন। তাই কারও বিরুদ্ধে বারংবার ২০-২২ বছর ধরে মহিলারা যদি বারবার অভিযোগ করেন তাহলে সবাই ভুল বা বাজে কথা বলছে সেটা হতে পারে না।’

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী জমজমাট! কুকীর্তি ধরা পড়ে অবশেষে গ্রেফতার হল উৎসব! চমকে মোড়া পর্ব মিস করবেন না

আর জি কর আবহে নারী নিরাপত্তা ও নারী সুরক্ষার প্রশ্ন বারংবার উঠে আসছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নারীদের এক জোট হয়ে প্রতিবাদ করার কথা বলা হচ্ছে সমাজের সর্বস্তর থেকে, সেখানে টলিউডের মত জায়গায় দেবলীনা দত্ত থেকে চৈতি ঘোষালের মত ব্যক্তিত্বরা যেখানে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে আসা অভিযোগকে সত্য বলে তুলে ধরছেন বারংবার, সেখানে এইরকম চরিত্রহীন পরিচালকের ইন্ডাস্ট্রিতে কাজ করা আর উচিত কিনা এই প্রশ্ন বারংবার উঠে আসছে টলিউডের অন্দর থেকে!

Back to top button