দুর্ঘ’টনায় কবলে শ্বেতা ভট্টাচার্য! র’ক্তাক্ত পরিস্থিতিতে হাতে-পায়ে গুরুতর চোট! ‘শ্যামলী’র অসুস্থতায় উদ্বিগ্ন ভক্তরা, কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? এখন কেমন আছেন তিনি?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya) নিয়ে হঠাৎ করেই উদ্বেগ ছড়িয়েছে নেটপাড়ায়। সবসময় প্রাণবন্ত এবং হাসিমুখে থাকা এই অভিনেত্রীকে ঘিরে এখন জোর চর্চা— কী হয়েছে তাঁর? কেন হঠাৎই রুবেল দাসের শেয়ার করা ভিডিওতে দেখা গেল আহত অবস্থায় তিনি? কেউ কেউ ভাবছেন, বড় কোনও দুর্ঘটনা ঘটেছে নাকি! দর্শক, ভক্ত, সহকর্মী— সকলের মনেই এখন একটাই প্রশ্ন, কেমন আছেন শ্বেতা?

বছরের শুরুতেই প্রেমিক রুবেল দাসকে (Rubel Das) বিয়ে করেছিলেন অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ায় যেখানে সম্পর্কের স্থায়িত্ব প্রায়ই টেকে না, সেখানে তাঁদের সংসার যেন একরাশ প্রশান্তি। বাস্তব জীবনের এই ভালোবাসা যেন সিরিয়ালের পর্দাকেও ছাপিয়ে গেছে। দু’জনেই একে অপরের কাজের প্রশংসা করতে কখনও কৃপণতা করেন না। রুবেল এখন ব্যস্ত ‘তুই আমার হিরো’ ধারাবাহিক নিয়ে, আর শ্বেতা কিছুদিন আগেই শেষ করেছেন ‘কোন গোপনে মন ভেসেছে’।

ঠিক এই অবসরে, যখন একটু শান্ত জীবনে ফিরেছেন তিনি, তখনই ঘটে যায় সেই দুর্ঘটনা। বর্তমানে অবসর সময় অভিনেত্রী সংসার জীবনে মন দিয়েছেন। স্বামীর পছন্দ অনুযায়ী নিত্য নতুন খাবার তৈরি করছেন এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি একটি ভিডিওতে রুবেলকে দেখা যায় স্ত্রীর হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে। তিনি বলেন, “এমন খাবার রেস্টুরেন্টেও পাওয়া যায় না।” এদিন নিজের মুখেই সেই ভিডিওতে নিজের অবস্থার কথা বলতে শোনা যায় শ্বেতাকে।

তিনি বলেন, “সম্প্রতি একটা দুর্ঘটনায় পড়েছিলাম। হাতে-পায়ে চোট পেয়েছি। শরীরে ভীষণ ব্যথা, কিন্তু রুবেলের মন রাখার জন্য ওর প্রিয় খাবার মটন কষা বানিয়েছি।” হাসিমুখে কথাটা বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর কষ্ট। ব্যথার মধ্যেও স্বামীর জন্য রান্না করার ইচ্ছেটাই যেন বলে দিয়েছে, সম্পর্কটা কতটা গভীর। এমনকি রুবেলও মজা করে যোগ করেন, রাতে তিনিই ওষুধ লাগিয়ে দেবেন শ্বেতার ক্ষতে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তরা কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছেন মন্তব্যে!

আরও পড়ুনঃ ধর্ষণের মামলায় ৭ বছর জেল, বলিউডে আর ফেরা হল না! আজ জীবিকা নির্বাহ করেন অন্য পথে! শাইনি আহুজার বর্তমান জীবন জেনে অবাক হবেন আপনিও

কেউ উদ্বিগ্ন, কেউ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভালোবাসার গল্পকে। যদিও কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি, তবে সূত্রের খবরে জানা গেছে, এখন ধীরে ধীরে সেরে উঠছেন শ্বেতা। শারীরিক কষ্টের মধ্যেও তাঁর হাসিখুশি মনোভাবই যেন ভরসা জোগাচ্ছে সবাইকে। অভিনয় থেকে আপাতত বিরতি নিলেও, ভক্তরা আশা রাখছেন— খুব শিগগিরই পর্দায় ফিরবেন তাঁদের প্রিয় শ্বেতা, আগের মতোই উজ্জ্বল হাসি নিয়ে।