‘ঘরে ছেলে ঢুকিয়ে দেবো,’ হু’মকি দিয়েছিলেন অভিনেতা, রাজনীতিবিদ তাপস পাল ! মৃ’ত্যুর আগে অবধি এই মন্তব্যের জন্য আফশোস নিয়ে বেঁচে ছিলেন প্রয়াত অভিনেতা! আফসোস স্ত্রী নন্দিনী পালের

প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালের রাজনৈতিক জীবনের এক বিতর্কিত মন্তব্য আজও তাঁকে ঘিরে আলোচনা থামাতে পারেনি। নাকাশিপাড়ার জনসভায় বলা একটি অশালীন মন্তব্য বারবার ফিরে আসে মিম, রাজনৈতিক কটাক্ষ ও জনচর্চায়। মৃত্যুর বহু বছর পরেও সেই বাক্যই যেন তাপস পালের পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মনে করেন তাঁর পরিবার।

এক সাক্ষাৎকারে তাপস পালের স্ত্রী নন্দিনী পাল স্পষ্ট ভাষায় জানান, ওই মন্তব্য নিয়ে তাপস নিজেও গভীর অনুশোচনায় ভুগতেন। তাঁর কথায়, ভুল কথা মুখ থেকে বেরিয়ে যাওয়ার পর আর কখনও নিজের পক্ষে সাফাই দেননি তাপস। বরং বারবার ক্ষমা চেয়েছেন এবং মনে মনে নিজেকেই দোষী সাব্যস্ত করেছেন। পরিবার হিসেবেও তাঁরা এই ঘটনা নিয়ে লজ্জিত ছিলেন বলে জানান নন্দিনী।

নন্দিনী আরও বলেন, ২০১২ সালের একটি দুর্ঘটনায় তাপস পালের মস্তিষ্কের ফ্রন্টাল লোবে আঘাত লাগে। এই অংশ মানুষের বিচারবোধ ও সংযমের সঙ্গে যুক্ত। তাঁর মতে, এই আঘাতের প্রভাবেই হয়তো এমন একটি কথা অসাবধানতাবশত বেরিয়ে গিয়েছিল। তবে তিনি স্পষ্ট করে দেন, এটিকে যুক্তি বা অজুহাত হিসেবে তুলে ধরতে চান না।

২০১৬ সালের জুন মাসে মন্তব্যটি প্রকাশ্যে আসার পর খুব অল্প সময়ের মধ্যেই তাপস পালের শারীরিক অবনতি শুরু হয়। আগস্ট মাসে তাঁর ম্যাসিভ স্ট্রোক হয়, যা তিনি মানসিকভাবে সহ্য করতে পারেননি বলে জানান নন্দিনী। স্বামীর ধীরে ধীরে ভেঙে পড়া, প্রতিদিনের যন্ত্রণা আর অসহায়তা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাঁর কাছে ছিল ভয়াবহ।

আরও পড়ুনঃ টিআরপির মুকুট বদল, প্রথম স্থান হারাল ‘পরশুরাম’! আবার শীর্ষে ‘পরিণীতা’, অন্তিম সপ্তাহেও নজর কাড়ল ‘জগদ্ধাত্রী’! প্রতিযোগিতায় কি জি বাংলার কাছে ক্রমেই পিছিয়ে পড়ছে স্টার জলসা?

রোজ ভ্যালি মামলায় গ্রেফতারি, জেল জীবন, হাসপাতালের বিছানায় দীর্ঘ লড়াই এবং শেষ পর্যন্ত প্রয়াণ সবকিছুর মধ্যেও সেই মন্তব্যের বোঝা তাপস পালের মন থেকে নেমে যায়নি বলে দাবি নন্দিনীর। তিনি বলেন, যতদিন তাপস বেঁচে ছিলেন, ততদিন লজ্জা আর আফশোস তাঁকে তাড়া করেছে। আজও বিষয়টি উঠলে পরিবারের মাথা নত হয়ে আসে।