টিআরপির মুকুট বদল, প্রথম স্থান হারাল ‘পরশুরাম’! আবার শীর্ষে ‘পরিণীতা’, অন্তিম সপ্তাহেও নজর কাড়ল ‘জগদ্ধাত্রী’! প্রতিযোগিতায় কি জি বাংলার কাছে ক্রমেই পিছিয়ে পড়ছে স্টার জলসা?

প্রতি সপ্তাহেই বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি তালিকা (TRP List) ঘিরে উত্তেজনার পারদ চড়ে। কোন গল্প দর্শকের মন জয় করল, কে এগিয়ে গেল আর কার পথচলায় এল ভাটা, এই প্রশ্নের উত্তর মিলল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের ফলাফলে। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ তালিকায় স্পষ্ট যে শীতের মরসুমেও দর্শকের পছন্দে বড় বদল এসেছে। পরিচিত ধারাবাহিকের পাশাপাশি নতুন শুরু হওয়া গল্পও নজর কেড়েছে টিআরপির (TRP) দৌড়ে!

এই সপ্তাহে সবার উপরে উঠে এসেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। ৭.১ নম্বর নিয়ে তালিকার শীর্ষে নিজের জায়গা আরও মজবুত করল এই ধারাবাহিক। পারুল চরিত্রকে ঘিরে আবেগ আর গল্পের গভীরতা দর্শকদের ধারাবাহিকের সঙ্গে শক্ত করে ধরে রেখেছে। ধারাবাহিকভাবে এই ফলাফলই প্রমাণ করে দিল, দর্শক আজও বাস্তবতা এবং আবেগঘন গল্পেই সবচেয়ে বেশি সাড়া দিচ্ছেন। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok), ৬.৯ নম্বর নিয়ে।

নিজের পরিবার এবং সমাজকে বাঁচাতে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প এই ধারাবাহিককে এখনও দর্শকের খুব কাছের করে রেখেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ'(Rangamoti Tirandaj), ৬.৮ নম্বর পেয়ে এই ধারাবাহিককে টিআরপির লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), ৬.৬ নম্বর নিয়ে।

গল্পের গতি এবং চরিত্রের বিকাশ ধীরে ধীরে দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে, তবে প্রথম দুই সপ্তাহে শীর্ষস্থানের এত কাছাকাছি পৌঁছে গিয়েও আবার নিচে নেমে যাওয়াটা অপ্রত্যাশিত ছিল। পঞ্চম স্থানে থেকেও নজর কেড়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। এই সপ্তাহে ছিল ধারাবাহিকের অন্তিম সপ্তাহ। শেষ লগ্নেও ৬.৪ নম্বর পেয়ে প্রমাণ করল, বিদায়ের মুহূর্তেও দর্শকের ভালোবাসা অটুট থেকেছে। ট্রেন্ডিং তালিকায় এবার সবচেয়ে বড় চমক ‘মিলন হবে কত দিনে’ (Milon Hobe Koto Dine)।

‘গাঁটছড়া’র পর শোলঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়ের নতুন জুটি হিসেবে এই ধারাবাহিক সবে শুরু হলেও ৩.৭ নম্বর পেয়ে নজর কেড়েছে। একইসঙ্গে ভালো ফল করেছে ‘বেশ করেছি প্রেম করেছি’ (Besh Korechi Prem Korechi) এবং ‘ও মোর দরদিয়া’ (O Mor Dardiya), দুটিই শুরুতেই ৬.২ নম্বর পেয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi) ৬.০, ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ৫.৯, ‘কম্পাস’ (Compass) ৫.২।

আরও পড়ুনঃ ‘একেই বলে পারিবারিক ঐতিহ্য ও সুশিক্ষা’— তারকাখ্যাতির ঊর্ধ্বে উঠে পণ্ডিত অজয় চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কোয়েল মল্লিক! ‘বাংলা ইন্ডাস্ট্রিতে এমন বিনম্রতা আর কারোর নেই’- ভিডিও দেখে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া!

আরও আছে জি বাংলার ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) (৪৫ মিনিট) ৫.১ এবং ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ৫.০ পয়েন্ট নিয়ে। সব মিলিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টিআরপি তালিকা আবারও দেখিয়ে দিল যে নতুন জুটি, শক্ত গল্প আর আবেগই দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for 3rd Week of December | 18th Nov | Thursday | BT •• পরিণীতা 7.1, 2nd •• পরশুরাম 6.9, 3rd •• রাঙামতি 6.8 , 4th •• বিদ্যা ব্যানার্জি 6.6, 5th •• জগদ্ধাত্রী – End Week 6.4
Trending:– বেশ করেছি প্রেম করেছি Starting 6.2, ও মোর দরদিয়া 6.2, লক্ষ্মী ঝাঁপি 6.0, চিরদিনই তুমি যে আমার 5.9, মিলন হবে কত দিনে + গৃহপ্রবেশ 3.7, কনে দেখা আলো (45 min) 5.1, কম্পাস 5.2 ,তুই আমার হিরো 5.0