বাংলা টেলিভিশনের যার অভিষেক হয়েছে ঐতিহাসিক, পৌরাণিক ও প্রচলিত কল্পধারার মাধ্যমে, হ্যাঁ, কথা হচ্ছে উদীয়মান অভিনেত্রী ‘সুস্মিলি আচার্য’ (Sushmili Acharjya) কে নিয়ে। একটা সময় বাংলা সিরিয়াল প্রেমিদের কাছে যিনি হয়ে উঠেছিলেন একেবারে ঘরের মেয়ে যার সরলতা অভিনয় অসাধারণ দক্ষতা সংলাপের মধ্যে বলিষ্ঠতা দেখে মুগ্ধ হয়েছিলেন আপামর দর্শক সেই সুস্মিলি আজ পর্দার আড়ালে। এর নেপথ্যে কারণ কি? কেনই বা তাকে আর দেখা যায় না কোনো ধারাবাহিকে?
‘প্রথম প্রতিশ্রুতি’ ধারাবাহিকের সত্যবতী চরিত্রই হোক, কিম্বা ‘সৌদামিনীর সংসার’-এর সৌদামিনী, রাণী-রাসমণির নাথবউ, আপামর জনসাধারণের মন জয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর কেটে গিয়েছে প্রায় অনেক মাস, অভিনেত্রীকে আর দেখা যায়নি কোনো পর্দাতেই। কার্যত দর্শকমহলের প্রশ্ন ও কৌতূহল যে কি এমন হলো? তবে কি এত সাফল্যের পরেও তিনি অভিনয় ছেড়ে দিলেন?
জানা যায় অভিনেত্রী কোনো রকম সমাজমাধ্যমের সঙ্গে যুক্ত নয়। নিজের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা রাখতেই বেশি পছন্দ করেন। ২০২৪ সালে আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। শোনা গিয়েছে ‘রামপ্রসাদ’-এর শুটিং সামলে হাজারো ব্যস্ততা মাঝে মেকআপ রুমেই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন। ১২-১৪ ঘন্টা শ্যুটিং করে পড়াশোনা করতে হয়েছে তাঁকে, এটা তাঁর জন্য অনেক কঠিন ছিলো নিঃসন্দেহে।
তবে শোনা গিয়েছে সুস্মিলি মাধ্যমিকে ৬০% নম্বর নিয়ে প্রথম ডিভিশনে মাধ্য়মিকে উত্তীর্ণ হলেও রেজাল্টে খুব একটা খুশি নন তিনি। এখন বিজ্ঞানবিভাগের ছাত্রী সুস্মিলি। ইংরাজিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে চান সুস্মিলি। সম্ভবত এবার পড়াশোনাতেই নিজের মনপ্রাণ সমস্ত ঢেলে দিয়েছেন। ছোট পর্দা থেকে নিজেকে একেবারে ছিন্ন করে নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল ছাত্রী ও হতে চান।
আরও পড়ুনঃ ‘এত ন্যাকামি দেখলে তো ফুচকাও ভেঙে যাবে!’ সাহেবের হাতে ফুচকা খেয়ে সুস্মিতার আদুরেপনা দেখে তীব্র কটাক্ষ নেটপাড়ার
পড়াশোনা নিয়ে বরাবর খুঁতখুঁতে সুস্মিলি। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাই তার ভালো লাগার জায়গা। এবার তাই মনের মত রেজাল্ট করতে আসন্ন উচ্চমাধ্যমিকে অভিনেত্রী ছাত্র জীবনকে বেশি প্রাধান্য দিয়েছেন। আমাদের শুভ কামনা রইলো সুস্মিলির ভবিষ্যতের জন্য, তবে এটাই চাওয়া এবার যেন পড়াশোনায় নিজের যোগ্যতা প্রমাণ করে তিনি আবারো ফিরে আসেন পর্দায় আমাদের ঘরের মেয়ে হয়ে।
খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!