“পুরুষরা প্রতিজ্ঞাবদ্ধ হলে এমনটাই হয়”— বিচ্ছেদের পর আবারও কাছাকাছি তিয়াসা-সোহেল! ‘যারা বাড়াবাড়ি করেন না, তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ নন?’ সোহেলকে নিয়ে তিয়াসার প্রেম দেখে কটাক্ষ নেটপাড়ার!

টেলিপাড়ায় অভিনেত্রী ‘তিয়াসা লেপচা’ (Tiyasha Lepcha) এবং ‘সোহেল দত্ত’র (Sohail Dutta) প্রেম নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে চলছে চর্চা। যদিও মাঝখানে তাঁদের বিচ্ছেদ নিয়ে জলঘোলা হয়েছিল বেশ খানিকটা, কিন্তু এখন সব ভুলে আবার কাছাকাছি এসেছেন দুজন। বিভিন্ন অনুষ্ঠানে এখন একসঙ্গে ধরা দিচ্ছেন তাঁরা। নতুন করে যেন ফিরেছে সম্পর্কের উষ্ণতা!

সোহেল এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলায় ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে, যেটা এখন শেষের দিকে। অন্য দিকে, তিয়াসা এখন অভিনয় করছেন ‘রোশনাই’ ধারাবাহিকে, তবে টিআরপি তালিকায় এখনও ‘রোশনাই’-র তেমন জায়গা হয়নি। প্রথম পাঁচে নেই এই ধারাবাহিক। যদিও বিষয়টি নিয়ে তিয়াসা তেমন চিন্তিত নন, বরং নিজের চরিত্র এবং অভিনয়ে মনোনিবেশ করতেই বেশি আগ্রহী তিনি।

সম্প্রতি সমাজ মাধ্যমে তিয়াসা একটি ছবি পোস্ট করেন সোহেলের, যেটি নিয়ে ফের একবার শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে বসে ফোনে কথা বলছেন সোহেল, আর তাঁর ডান হাতে বাঁধা তিয়াসারই একটি কালো চুল বাঁধার ব্যান্ড। সেই ছবির ক্যাপশনে তিয়াসা লেখেন, “পুরুষরা প্রতিজ্ঞাবদ্ধ হলে এমনটাই হয়।” এমন মন্তব্যে অনেকেই মুগ্ধ হলেও, কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তবে কি যারা এমন করেন না, তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ নন?

এই প্রশ্নের জবাবে তিয়াসা এক সংবাদমাধ্যমকে জানান, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, “আমি এমন কোনও বার্তা দিতে চাইনি, যে যারা প্রেমিকার ব্যান্ড হাতেই রাখেন না, তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ নন। আমার ব্যান্ডটা খুলে রাখা ছিল, ও সেটাকে হারিয়ে ফেলার ভয়ে হাতে বেঁধে মিটিংয়েও সেটা পরে গিয়েছিল, যা দেখে আমার খুব ভালো লেগেছে। সোহেলের সেই যত্ন আর দায়িত্ববধকেই আমি তুলে ধরতে চেয়েছিলাম।”

আরও পড়ুনঃ জুড়লো নাকি সুদীপ-পৃথার তিক্ত হয়ে যাওয়া ভাঙা সংসার? ছেলের জন্মদিনেই গলল অভিমানের বরফ? পৃথার পোস্ট দেখে অবাক সোশ্যাল মিডিয়া!

তিয়াসার বক্তব্য স্পষ্ট যে বিষয়টি নিছক একটি ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেওয়া ছাড়া আর কিছু নয়। সব মিলিয়ে তিয়াসা ও সোহেলের সম্পর্ক এগিয়ে চলেছে নতুন মোড়ে, তিয়াসার একটি ছোট্ট পোস্ট নিয়ে তৈরি হওয়া আলোচনাই আবারও সামনে আনলো, এই জুটিকে ঘিরে এখনও কৌতূহলের শেষ নেই। প্রেম, প্রতিশ্রুতি, যত্ন, তিয়াসা যেন আরও একবার বুঝিয়ে দিলেন, ভালোবাসার প্রকাশ সাধারণ একটি মুহূর্তেই লুকিয়ে থাকে।